‘আফগানিস্তানের জন্য বিশাল জয়’, বললেন শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেওয়া ফারুকি
শুভব্রত মুখার্জি: আমিরশাহিতে এশিয়া কাপের শুরুতেই ঘটে গেছে অঘটন। এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী শ্রীলঙ্কা দলকে কার্যত গুঁড়িয়ে দিল আফগানিস্তান দল। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের এই জয়ের ফলে এশিয়া কাপের লড়াই রীতিমতো ‘ওপেন’ হয়ে গেল।এখন যা অবস্থা তাতে করে শ্রীলঙ্কাকে তাদের পরবর্তী সব ম্যাচেই জিততে হবে নক আউট পর্যায়ে কোয়ালিফাই করতে। শ্রীলঙ্কা ম্যাচের পর ম্যান অফ দি ম্যাচ ফজলহক ফারুকি জানিয়েছেন এই জয়টা তাদের দেশের জন্য খুব বড় জয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ফজলহক ফারুকি জানান ‘এই জয়টা আমাদের দেশের জন্য বড় জয়। আমার পরিকল্পনা খুব সহজ ছিল। আমাদের দলের হয়ে উইকেট নেওয়া। দলকে ব্রেকথ্রু এনে দেওয়াই আমার লক্ষ্য। (দুটি স্পেলের ভিতরে দেরি প্রসঙ্গে) নতুন বলে আমি ভালো বল করার চেষ্টা করেছি। তারপর ডেথ ওভারে আমি ইয়র্কার বলও করেছি। সুতরাং বলা যায় বিষয়টি নিয়ে আমি এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি।’
এদিন প্রথমে ব্যাট করে ১০৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৩.৪ ওভার বল করে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন ফারুকি। একটি মেডেন ওভারও বল করেছেন। ওপেনার কুশল মেন্ডিসকে এদিনকে মাত্র ২ রানে এলবিডব্লিউ আউট করে কুশল মেন্ডিসকে প্যাভিলিয়নে ফেরান তিনি। তার পরের বলেই চারিথ আসালঙ্কাকে ফের এলবিডব্লিউ আউট করেন ফারুকি। গোল্ডেন ডাক করে ফেরেন চারিথ। এরপর চামিকা করুনারত্নেকে বোল্ড করে দেন ফারুকি।
For all the latest Sports News Click Here