‘আপনি বললে গভীর রাতে উলটো হয়ে ঝুলে থাকব!’ ট্রোলারের মুখে ঝামা ঘষে দিলেন শাদাব
ট্রোল করার চেষ্টা করেছিলেন এক নেটিজেন। টুইটারে মজা না করে টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগ করতে বলেছিলেন। ওই নেটিজেনকে একেবারে চুপ করিয়ে দিলেন শাদাব খান। চাঁচাছোলা ভাষায় পাকিস্তানের তারকা বললেন, ‘এখন নিউজিল্যান্ডে গভীর রাত। তবে আপনি যখন বলছেন, উলটো হয়ে ট্রেনিং শুরু করে দিই?’
আপাতত ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে আছেন শাদাবরা। সেখানেই মঙ্গলবার জন্মদিন উদযাপন করেছেন পাকিস্তানের সহ-অধিনায়ক। টুইটারে ভেসে যান শুভেচ্ছায়। শুভেচ্ছা জানান পাকিস্তানের ক্রিকেট দলের সতীর্থ ইফতিকার আহমেদ। পাকিস্তানের তারকা শাদাবের সঙ্গে ছবি পোস্ট করে ইফতিকার লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা শাদাব ভাই।’ তাতে পালটা শাদাব বলেন, ‘প্রথমে শ্যাডি, তারপর শ্যাডি ভাই, এবার শ্যাডি ভাইজান হয়ে গেলাম? ধন্যবাদ ইফতি ভাই।’
পাকিস্তানের দুই সতীর্থের সেই খুনসুটির মধ্যেই শাদাবকে ‘পরামর্শ’ দেন এক নেটিজেন। তিনি বলেন, ‘এইসব শ্যাডি, শুডির গ্যাঁড়াকলে না ঢুকে দয়া করে বিশ্বকাপের উপর মনোযোগ দিন।’ সেই ট্রোলের মুখে চুপ করে যাননি শাদাব। একেবারে ছক্কা মারার স্টাইলে শাদাব বলেন, ‘এখন নিউজিল্যান্ডে গভীর রাত। ফিজিয়ো বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু আপনি যখন বলছেন, তখন উলটো হয়ে ঝুলে থেকে ট্রেনিং শুরু করে দিই?’
শাদাবের সেই জবাব ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই শাদাবের জবাবে মজেছেন। পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সহ-অধিনায়কের। কেউ কেউ আবার শাদাবকে এরকম ‘প্রচারলোভী লোকজনদের’ অকারণে পাত্তা না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তেমনই একজন বলেন, ‘যে কোনও সমর্থককে উত্তর দেওয়া ভালো বিষয়। কিন্তু এরকম প্রচারলোভী সমর্থকদের এড়িয়ে যাওয়া ভালো। এরকম অপরিণত সমর্থকরা ভুলভাল মন্তব্য করেন।’ কেউ কেউ সরাসরি ওই নেটিজেনকে তোপ দেগেছেন। কয়েকজন আবার শাদাবকে পালটা আক্রমণ শানিয়েছেন।
বিশ্বকাপের আগে পাকিস্তানের সূচি
আপাতত ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে আছে পাকিস্তান। আগামী শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশের বিরুদ্ধে নামবেন বাবর আজমরা। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচ এবং বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবেন। সেই ত্রিদেশীয় সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দেবে পাকিস্তান। ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। তারপর আগামী ২৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে পাকিস্তান।
For all the latest Sports News Click Here