‘আপনি চান মানুষ মরুক!’, মানুষখেকো বাঘকে গুলি করায় রেগে টুইট রণদীপের, হল কটাক্ষ
Randip Hooda on Bihar Tiger Case: বিহারের পশ্চিম চম্পারনে মানুষখেকো বাঘকে গুলি করে মারার ঘটনায় আপত্তি তুললেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। Convention for the Conservation of Migratory Species of Wild Animals (CMS)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন রণদীপ। মাঝেমধ্যেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় বন্য ও লুপ্তপ্রায় প্রাণ সংরক্ষণ নিয়ে পোস্ট করতে দেখা যায়। রবিবার টুইট করে বিহারে বাঘকে মেরে ফেলার ঘটনার নিন্দে করলেন রণদীপ।
এই বাঘের দাপটে এলাকায় ৯ জনের মৃত্যু হয়েছিল। যার মধ্যে ছিল একটি বারো বছরের বালিকা। দিনকয়েক আগেই বাল্মিকী ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ফিল্ড ডিরেক্টর কে নেশামানি জানান, বিহারের প্রধান মুখ্য বনপাল পিকে গুপ্তের নির্দেশ অনুযায়ী, বাঘটিকে দেখামাত্র গুলি করে মারার জন্য দল বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। এরপর গত শুক্রবার বাঘটিকে হত্যা করা হয়।
এই ঘটনার একটি ভিডিয়ো রণদীপ শেয়ার করে নিয়েছেন টুইটারে। যেখানে দেখা যাচ্ছে কেউ মৃত বাঘের গোঁফ ধরে টানছে, তো কেউ ঠেলা মারছে। একজনকে গায়ের উপরে পা রাখতেও দেখা যায়। যা সত্যিই দুর্ভাগ্যজনক। রণদীপ সে সঙ্গে লিখেছেন, ‘প্রথমে বিহার বনবিভাগ @ntca_india-এর এসওপি (Standard operating procedure) উপেক্ষা করে একটি বাঘকে হত্যা করার জন্য ব্যক্তিগত শিকারী মোতায়েন করে। তাদের দাবি অনুযায়ী, বাঘটি সমস্যা সৃষ্টি করছিল। তারপরে প্রথা ভেঙে বাঘটির মৃতদেহ ফেলে রাখা হয়। দেখা যায়, কেউ বা কারা বাঘটির দেহটি নিয়ে টানাটানি করছে। বাঘটি মরে যাওয়া সত্ত্বেও সেখানকার লোকজন বাঘের গোঁফ ধরে, তার লোম ধরে টানাটানি করছিল। এটা কি জাতীয় পশুর সঙ্গে হওয়া সঠিক পদ্ধতি?’
এখানেই থেমে থাকেননি রণদীপ, ফলোআপ টুইটে ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে।
তবে রণদীপের টুইটের একাংশ বিরোধিতা করছে। একজন লিখেছেন, ‘তাহলে আপনি কি চান বাঘের হাতে মানুষ মরবে। শুধুমাত্র মানুষের সংখ্যা বেশি বলে আপনি বাঘের পক্ষ নেবেন?’ অপরজন লিখলেন, ‘এসি ঘরে বসে বড়লোকদের গরীবদের উপদেশ দেওয়া মানায় না।’ একটা অংশ কিন্তু রণদীপকে সমর্থনও করেছেন। তাঁদের দাবি বনদফতরের উচিত ছিল অন্য কোনও উপায়ে বাঘকে শান্ত করা। বা ধরে নিয়ে আসা লোকালয় সংলগ্ন জঙ্গল থেকে। আপনার কি মত এই ব্যাপারে?
For all the latest entertainment News Click Here