‘আপনি কি সমকামী?’ প্রশ্নে করণ যা জবাব দিলেন, তাতে লজ্জা পাবেন আপনিও…
মেটার নতুন অ্যাপ থ্রেড। আর এই অ্যাপে ইতিমধ্যেই যোগ দিচ্ছেন বহু তারকা। বাদ যাননি করণ জোহর। সেখানেই শনিবার Ask Me Anything (যেকোনও কিছু প্রশ্ন করুন) পর্বে যোগ দিয়েছিলেন করণ। সেই পর্বে উঠে এসেছিল নানান প্রশ্ন। শাহরুখের সঙ্গে ধর্মা প্রোডাকশনের আগামী প্রকল্প, পরিচালক হিসাবে আক্ষেপ থেকে শুরু করে যৌনজীবন নিয়েও অকপটে নানান উত্তর দিয়েছেন করণ।
মজা করেই অনুরাগীদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলেন করণ জোহর। দিব্যি চলছিল তাঁর Ask Me Anything পর্ব। এরই মাঝে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করে বসেন, ‘আপনি সমকামী তাই না?’ করণও কিছু কম যাননা। পাল্টা উত্তরে প্রশ্ন ছুড়ে দিয়ে তাঁর জবাব, ‘আপনি কি ইচ্ছুক?’ তারপর আর পাল্টা কোনও কথা বলার সাহস পাননি সেই ব্যক্তি।
আরও পড়ুন-সময় বয়ে যায়…! মেয়ের মৃত্যুর পর ফেসবুকের পাতায় নতুন পোস্ট গায়ক অ্যালবার্ট কাবোর
আরও পড়ুন-সুপার হিট! মিনিটে ৪০০ কোটি …, বাড়ছে বিগ বস OTT-র সময়সীমা: সলমন
আরও পড়ুন-‘আমি ছেলের সঙ্গে থাকি না, মেয়ের সঙ্গেও না’, কিন্তু কেন? নিজেই জানালেন নীতু
পরিচালক হিসাবে তাঁর আক্ষেপ কি? এর উত্তরে করণ জানান, তিনি তাঁর প্রিয় অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে কোনও কাজ করতে পারেননি। ধর্মা প্রোডাকশন কি ভবিষ্যতে শাহরুখ খানের সঙ্গে কোনও কাজ করবে? উত্তরে করণ বলেন, ‘কোনও গোপন কথা জিগ্গেস করবেন না, কারণ আমি মিথ্যে বলতে পারব না।’ কেউ আবার একটু দুষ্টুমি করে প্রশ্ন করে বসেন, ‘আপনি কি নিজেকে কালো ভেড়া মনে করেন?’ করণ উত্তর দেন, ‘মোটেই না! আমি একমাত্র সন্তান এবং ভালো ছেলে।’
এক ব্যক্তি প্রশ্ন করেন, যদি বছর ২০ কেউ পরিচালনায় আসতে চান, তাহলে তাঁকে কী কী পরামর্শ দেবেন? করণ বলেন, ‘কোনও নেতিবাচক লোকজনের কথা কান দেবে না, আত্মবিশ্বাস রাখো, আর এই দুনিয়ায় পা রাখার আগে সিনেমা নিয়ে পড়াশোনা করো।’ পরিচালক হিসাবে সবচেয়ে চ্যালেঞ্জিং কী ছিল? করণ বলেন, ‘এত্ত লোকজনের মন বোঝা, কখনও কখনও তাঁদের বিরক্তিকর অহংকার সামাল দেওয়া।’
প্রসঙ্গত, মেটা (ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা)র নতুন অ্যাপ থ্রেডস। টুইটারের সঙ্গে প্রতিযোগিতায় নামর জন্য ডিজাইন করা হয়েছে এই অ্যাপ। তাতে যোগ দিয়েছেন বলিউের বহু সেলেব। করণ জোহর ছাড়াও এই অ্যাপে যোগ দিয়েছেন পরিণীতি চোপড়া, সানি লিওন, মৃণাল ঠাকুর, রীতেশ দেশমুখ এবং মাধুরী দীক্ষিত সহ আরও অনেকেই।
For all the latest entertainment News Click Here