‘আপনার মতো স্বামী হলে ঘৃণাই হবে’, এমন কথা শুনতে হয় ‘সারাভাই’ অভিনেতা সতীশ শাহকে
‘সারাভাই ভার্সেস সারাভাই’ দেখেছেন এমন দর্শকের সংখ্যা নেহাত কম নেই। জনপ্রিয় এই কমেডি শোয়ের দৌলতেই জনপ্রিয়তা পান অভিনেতা সতীশ শাহ। তবে জনপ্রিয়তা পেলেও কোনও মহিলাই নাকি তাঁর মতো স্বামী চান না। এক সাক্ষাৎকারে এমনই বলেছেন অভিনেতা সতীশ শাহ। অভিনেতার দাবি, মহিলারাই তাঁকে এমন কথা বলেছেন।
কমেডি শো ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর ইন্দ্রবদন সারাভাই চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা সতীশ শাহ বলেন, ‘এই কমেডি শোটি বাচ্চা থেকে বড় সকলেই প্রায় দেখেছেন। আমি এমন মহিলা অনুরাগীদের সঙ্গে কথা বলেছি, যাঁরা বলেছেন, আপনার মতো শ্বশুরমশাই হলে দারুণ হয়। কোনও পুরুষ অনুরাগী বলেছেন আপনার মতো বাবা পেলে বেশ খুশি হব। তবে আবার এমন মহিলার সঙ্গেও দেখা করেছি, যিনি আবার বলেছেন, আপনার মতো যদি স্বামী হয় আমার তাহলে ঘৃণাই তৈরি হবে।’
আরও পড়ুন-Exclusive Transgender Singer Anwesha: রূপান্তরকামী প্রতিযোগী হওয়ার কারণেই এত্ত আলোচনা? কী মত ‘সুপার সিঙ্গার’ অন্বেষার
আরও পড়ুন-মায়ের ‘পায়ে’ খরচ করতে চান পুরস্কারের টাকা, সুপার সিঙ্গার শুভদীপের আছে আরও স্বপ্ন
সতীশ শাহ কমেডি শো প্রসঙ্গে বলেন, ‘সারাভাই-এর নির্মাতারা যখন আমার বাড়িতে এসেছিলেন, তখন আমি গুরুত্ব সহকারে গল্প শুনেছিলাম। জানি শোয়ে আমার ভূমিকা একজন বাবার। গল্প শুনেই রাজি হয়ে যাই। এদিকে শোটি শুরু হওয়ার পর টিআরপি পড়ে যায়, যদিও তাতে কারোর কোনও দোষ ছিল না, সকলেই এটার জন্য ভীষণ খেটেছিলেন। তবে লোকজন পরে গল্পটা বুঝতে পারে, উপভোগ করতে শুরু করে, তখন টিআরপি ফের বাড়তে থাকে।’
সতীশ শাহ আরও বলেন, সেসময় একটি দামি চ্যানেলে সমাজের ধনী শ্রেণির, শিক্ষিত দর্শকদের জন্যই এই শো বানানো হয়েছিল।
For all the latest entertainment News Click Here