‘আপনার বাবার কী!’, পোশাকের ফাঁক থেকে উন্মুক্ত বক্ষ, পথচারীর কটাক্ষে আক্রমণ উরফির
উরফি জাভেদের খোলামেলা পোশাক নিয়ে এর আগেও হয়েছে বহু কটাক্ষ। আইনি জটিলতাও পড়তে হয়েছে বিগ বস ওটিটি ১-এর প্রাক্তন এই প্রতিযোগীকে। তবে উরফি নিজে আপন মর্জির মালিক। কোনওরকম কোনও সমালোচনারই যে তোয়াক্কা করেন না তা প্রমাণ হল আরও একবার। সোমবার একটি ভিডিয়ো ভাইরাল হয় নেট দুনিয়ায়। যেখানে দেখা যায় পোশাক নিয়ে কটাক্ষ করায় এক পথচারীর মা-বাবা তুলে কথা বলেন। শুধু তাই নয়, তর্ক বাড়তেই তুই-তোকারিতে নেমে আসেন তিনি।
মুম্বই এয়ারপোর্টের বাইরে ঘটেছে এই ঘটনা। ব্যাকলেস ওয়ান পিস পরেছিলেন উরফি। পোশাকের পাশ থেকে স্পষ্ট চোখে পড়ছিল তাঁর শরীরের নানা অংশ। তাই দেখেই টিপ্পনী কাটেন এক ব্যক্তি। ‘খোলামেলা পোশাক’ পরার কারণে বিরূপ মন্তব্যও করেন। আরও পড়ুন: ‘মহানায়ক’ সম্মানের আদৌ ‘যোগ্য’ অঙ্কুশ? পুরস্কার গ্রহণের পর নিজেই দিলেন জবাব
আর সেকথা কানে আসতেই তেড়ে আসেন উরফি নিজেও। লোকটিকে বলতে শোনা যায়, ‘ভারতে এসব পোশাক পরার অনুমতি নেই, ভারতের নাম খারাপ করছ।’ যাতে রেগে গিয়ে উরফির জবাব হয়, ‘আপনার বাবার কী তাতে?’ এরপরই দেখা যায় কথা বাড়ার সঙ্গে সঙ্গে তুই-তোকারিও শুরু করে দেন উরফি।
তবে নেটপাড়ায় কিন্তু এই ভিডিয়োতে দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদল নিয়েছেন উরফির পক্ষ। সমালোচনা করেছেন সেই ব্যক্তির যিনি উরফির পোশাক নিয়ে আলটপকা মন্তব্য করে বসেন। তারকা হোক বা সাধারণ মানুষ, এভাবে পোশাক নিয়ে কটাক্ষ করার অধিকার কারও নেই বলেই একাংশের বক্তব্য। আবার কেউ কেউ বললেন, একজন তারকা হিসেবে উরফির উচিত ছিল সহবত দেখানো। তিনি যেভাবে বাবা তুলে আক্রমণ করেছেন, সেটাও কোনও ভদ্রতা নয়। আরও পড়ুন: ‘খুব মুডি, কখন কী বলে দেয় ঠিক নেই!’, শোভনকে মমতার ফোঁটার দিন ভয় ছিল বৈশাখীর
দিনকয়েক আগে মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে হয়রানির শিকার হতে হয়েছিল উরফিকে। একদল ‘মত্ত’ পুরুষ নাকি তাঁকে নিয়ে করেন খারাপ মন্তব্য। উরফি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘গতকাল মুম্বই থেকে গোয়া যাওয়ার একটা ফ্লাইটে আমাকে হয়রানির মুখে পড়তে হয়। এই ভিডিয়োতে দেখা পুরুষগুলো আমাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতে থাকে, আমার নাম ধরে ডাকে, টিপ্পনী কাটে। আমি সোজা গিয়ে প্রতিবাদ করলে একজন জানায়, তাঁর বন্ধুরা মদ্যপ। কিন্তু মদ্যপ হওয়ার অর্থ এই নয় পাবলিক প্লেসে অসভ্যতা করব কোনও মহিলার সঙ্গে। পাবলিক ফিগার হতে পারি, পাবলিক প্রপার্টি নই।’
For all the latest entertainment News Click Here