‘আপনার কাছে যখন ধোনি রয়েছে তখন কেন…;’ CSK-এর ভুল ধরিয়ে দিলেন হরভজন সিং
২০২২ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যা দেখা গিয়েছে তা আগে কোনও মরশুমে দেখা যায়নি। বর্তমানে,আগামী দিনে অনেক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। চেন্নাই সুপার কিংস তাদের সাম্প্রতিক১৩রানে চারবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে যাওয়ার পর প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে।দলের প্রধান ফাস্ট বোলার দীপক চাহারের চোট থেকে শুরু করে এমএস ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ফল পেয়েছে চেন্নাই। সেই কারণেই টুর্নামেন্টের মাঝ পথেCSK-তে নেতৃত্ব পরিবর্তন হয়েছে। আইপিএলের এই মরশুমে পরাজিত হয়ে অধিনায়কত্বের দায়িত্বে থাকা রবীন্দ্র জাদেজাকে আইপিএলের মাঝপথে ধোনির হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছেন।
ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং এবার CSK-তে এমএস ধোনির নেতৃত্ব ছাড়া ও রবীন্দ্র জাদেজার নেতৃত্ব পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন। হরভজন সিং বলেছেন,‘আপনার কাছে যখন এমএস ধোনির মতো একজন অধিনায়ক থাকে, তখন কেন আপনি অন্য কাউকে তার জায়গায় নিয়ে আনতে পারেন না। কাউকে তাঁর জায়গায় নিয়ে এসে তিনি যা করছেন সেটা আশা করতে পারেন না। কারণ এটা হওয়া খুব কঠিন। তাঁর ক্যাবিনেটে সব ট্রফি রয়েছে। তাঁকে প্রতিস্থাপন করা খুবই কঠিন। আমি মনে করি এখনও যারা খেলছেন তিনি তাদের মধ্যে সেরা অধিনায়ক।’
হরভজন সিং আরও বলেন,‘তারা রবীন্দ্র জাদেজাকে চেষ্টা করেছিল কিন্তু সেটা কার্যকর হয়নি। তারা আবার এমএস ধোনিকে ফিরিয়ে এনেছে যেটা একটা দুর্দান্ত বিষয়। এখন তাদের দেখতে হবে এমএস ধোনিকে ছাপিয়ে সিএসকে কেমন পারফরম্যান্স করবে,তারা বড় জুতোয় পা গলিয়েছে। দেখা যাক এমএস ধোনি বছরের পর বছর ধরে যে কাজটি করে চলেছেন এরপরে সেটা কে করতে পারে। সমস্ত ভার এবং দায়িত্ব গ্রহণ নিয়ে কথা বলতে হবে। একটি দল চালানো খুব কঠিন। দেখা যাক পরবর্তী অধিনায়ক তার মতো শক্ত মনের হয় কিনা।’
For all the latest Sports News Click Here