আন্তর্জাতিক টি-২০তে লজ্জার নজির বাবর আজমের
শুভব্রত মুখার্জি: পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটার তাদের অধিনায়ক বাবর আজম। ওপেনার হিসেবে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান জুটির উপরেই পাকিস্তান নির্ভর করে থাকে একটা ভালো শুরুর জন্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যাটার বাবরের ব্যর্থতার ফলে সমস্যায় পড়তে পারে পাকিস্তান। কতটা সমস্যার কারণ হতে পারে তা চলতি টি-২০ বিশ্বকাপেই প্রত্যক্ষ করছেন পাক সমর্থকরা। আর বাবরের ফর্মহীনতার ফলে তিনিও গড়ে ফেলেছেন এক লজ্জার নজির। নিজের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে প্রথমবার পরপর তিন ম্যাচে দশ রানেরও কম করেছেন বাবর। অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তবে ঘটেছে।
বাবর তার শেষ তিন ইনিংসে করেছেন যথাক্রমে ৪, ৪ এবং ০ রান। চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে তিনি শূন্য রান করেই আউট হয়ে যান। আর্শদীপ সিংয়ের বলে তিনি আউট হয়েছিলেন সেদিন। পরের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি করেন মাত্র চার রান। ব্র্যাড ইভান্সের বলে সেদিন পয়েন্টে ক্যাচ আউট হয়েছিলেন তিনি। আর আজ নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে রান আউট হতে হল তাকে। এদিনও করলেন মাত্র চার রান।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে এদিন সহজ জয় তুলে নেয় পাকিস্তান দল। ছয় উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। এদিন প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকেই সমস্যায় পড়ে নেদারল্যান্ডস দল। নিজেদের নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান করতে সমর্থ হয়। কলিন একারম্যান এদিন নেদারল্যান্ডস দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন। তাকে যোগ্য সঙ্গত দিয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন ১৫ রান। পাকিস্তানের হয়ে ২২ রান দিয়ে তিনটি উইকেট নেন শাদাব খান। জয়ের জন্য রান তাড়া করতে নেমে পাকিস্তান দল প্রথমেই হারায় তাদের অধিনায়ককে। তাকে রান আউট করেন ভ্যান ডার মারওয়ে। মাত্র চার রান করে আউট হয়ে যান তিনি। অপর ওপেনার মহম্মদ রিজওয়ান এদিন ফর্মে ফিরেছেন। ৩৯ বলে খেলেছেন ৪৯ রানের একটি ঝোড়ো ইনিংস। তিন নম্বরে নেমে ফখর জামান করেছেন ২০ রান। ফলে ১৩.৫ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান দল। মাত্র চার উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা। নেদারল্যান্ডস দলের হয়ে ব্রেন্ডন গ্লোভার নেন দুটি উইকেট।
For all the latest Sports News Click Here