আন্তর্জাতিক টি-২০তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বাধিক রানের নয়া নজির ভারতের
শুভব্রত মুখার্জি: অসমের বরসাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচে এদিন একেবারে খুনে মেজাজে ব্যাট করেন সমস্ত ভারতীয় ব্যাটার। কেএল রাহুল, রোহিত শর্মার ওপেনিং পার্টনারশিপ এদিন ভারতীয় ইনিংসের ভিত গড়ে দেয়। যে ভিতের উপরে দাড়িয়ে পরবর্তীতে সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকান বোলারদের পিটিয়ে ছাতু করে দেন। আর এর ফলেই এক নয়া নজির গড়ে ফেলল ভারতীয় দল। আন্তর্জাতিক টি-২০তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বাধিক রান করার নজির করল রোহিত শর্মার দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-২০তে দলগত সর্বাধিক রান করা দেশগুলোর তালিকা এক নজরে:
১) ২৩৭/৩ ভারত, গুয়াহাটি, ২০২২
২) ২৩৬/৬ ওয়েস্ট ইন্ডিজ, জোহানেসবার্গ, ২০১৫
৩) ২৩৪/৬ ইংল্যান্ড, ব্রিস্টল, ২০২২
৪) ২৩০/৮ ইংল্যান্ড, মুম্বই, ২০১৬
৫) ২২৬/৫ ইংল্যান্ড, সেঞ্চুরিয়ন, ২০২০
এদিন প্রথমে ব্যাট করতে নেমে রোহিত-রাহুল জুটি খুনে মেজাজে ব্যাট করেন। ৯.৫ ওভারেই উঠে যায় ৯৬ রান। মহারাজকে মারতে গিয়ে স্ট্যাবসের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। ৩৭ বলে ৪৩ রান করেন তিনি। রাহুল মাত্র ২৮ বলে ২০৩ স্ট্রাইক রেটে এদিন রান করেন। ৫৭ রানে তিনই তিনি আউট হন। ৫টি চার, ৪টি ছয়ে সাজানো ছিল রাহুলের ইনিংস। রোহিত, রাহুল আউট হওয়ার পরেও এদিন ভারতের রানের গতি কমেনি। সূর্যকুমার যাদবকে দেখে মনে হচ্ছিল যেন ভিন্ন ২২ গজে ব্যাট করছিলেন। মাত্র ২২ বলে ৬১ রানের একটি মারকাটারি ইনিংস খেলেন তিনি। হাকান ৫টি করে চার এবং ছয়। অপরদিকে ২৮ বলে ৪৯ রান করে অপরাজিত থেকে যান বিরাট কোহলি। একেবারে শেষ মুহূর্তে এসে ৭ বলে ১৭ রান করে অপরাজিত থেকে যান কিপার ব্যাটার দীনেশ কার্তিক। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৭ রান করে ভারত।
For all the latest Sports News Click Here