আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন জিম্বাবোয়ে অধিনায়ক সন উইলিয়ামস
সম্প্রতি জিম্বাবোয়ে ক্রিকেটের সময়টা একদমই ভাল যাচ্ছে না। অতীতের গৌরব বহুকাল আগেই অতিবাহিত হয়েছে। আর্থিক অভাব ও দুর্নীতির অভিযোগে জেরবার তান্দেতা তাইবুর দেশ। এবার দলের অধিনায়ক ও সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম, সন উইলিয়ামস দলের কোচ লালচাঁদ রাজপুতের বিরুদ্ধে দলের পরিবেশ নষ্ট করার অভিযোগ এনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন।
একাধিক রিপোর্ট অনুযায়ী আসন্ন আয়ারল্যান্ড সফরের পরই নাকি দলের টেস্ট অধিনায়ক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। সম্প্রতি Star FM Zimbabwe-কে দেওয়া এক সাক্ষাৎকারে উইলিয়ামস দাবি করেন, ‘আমি কোচ (লালচাঁদ) রাজপুতের অধীনে জিম্বাবোয়ে ক্রিকেটের কোন উন্নতির আশা দেখছি না। ও দলের মধ্যে যে পরিবেশটা তৈরি করেছে তা খুবই ক্ষতিকর। দলের মধ্যে একে অপরের বিরুদ্ধে লোকজন অত্যাধিক কথা বলে যার ফলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও হচ্ছে।’
২০০৫ সালে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করার পর জিম্বাবোয়ের হয়ে ১৪টি টেস্ট, ১৩৬টি ওয়ান ডে ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। নিজের সুদীর্ঘ এই কেরিয়ারের পর নিজের জন্য আর কোন কিছু নিয়েই তেমন চিন্তিত না হলেও দলের বাকি ক্রিকেটারদের জন্য উদ্বিগ্ন উইলিয়ামস।
‘এমন বর্তমানে এমন এক অবস্থায় রয়েছি যেখানে আমি চলে যেতেই (আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে) পারি। আমার কোনকিছুর ভীতি নেই এবং আমি নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরব না। তবে আমার চিন্তা বাকি ক্রিকেটারদের নিয়ে। ওরা (জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড) এখনও যদি কিছু না করে, তবে ওয়েসলির (মাধিভেরে) মতো ক্রিকেটাররাও সরে দাঁড়াতে পারে, ও কিন্তু একটা জাতীয় সম্পদ।’ আশঙ্কা অভিজ্ঞ ক্রিকেটারের।
এই ডামাডোলের মধ্যেই শুক্রবার (২৭ অগস্ট) থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে জিম্বাবোয়ে। রিপোর্ট অনুযায়ী মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কথা জানিয়ে বাকি ক্রিকেটারদের থেকে ছয়দিন পরে সফরে যোগ দিয়েছেন উইলিয়ামস এবং তিনি এই সিরিজের পাশাপাশি স্কটল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও নির্বাচকদের তাঁকে দলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
তবে ওয়ান ডে সিরিজে উইলিয়ামস খেললেও খেলতে পারেন। তাঁর বদলে দলের অধিনায়কত্বের দায়ভার সামলাবেন ক্রেগ আর্ভাইন। জিম্বাবোয়ে ক্রিকেটের তরফে এক বিবৃতিতে সেই কথা জানিয়ে বলা হয়েছে, ‘অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেগ আর্ভাইন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব সামলাবেন। সন উইলিয়ামস টেস্ট অধিনায়ক হলেও সীমিত ওভারের ক্রিকেটে চামু চিবাবা, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা এবং উইলিয়ামস নিজেও সীমিত ওভারের ক্রিকেটে দায়িত্ব অদলবদল করে অধিনায়কত্ব করেছেন।’
For all the latest Sports News Click Here