আনোয়ারকে পেতেই প্রীতমের মোহ কাটাচ্ছে মোহনবাগান! সামাদের জন্য কোটালকে ছেড়ে দেবে?
Mohun Bagan Transfer News: রবিবার সরকারি ভাবে মোহনবাগানে এলেন ভারতীয় তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি। এদিন আনুষ্ঠানিক ভাবে এই চুক্তির ঘোষণা করা হল। ভারতীয় দলে নিয়মিত খেলা এই ডিফেন্ডারকে দলে নিয়ে নিজেদের শক্তি বাড়িয়ে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তবে এর আগেও দল বদলে চমক দেখিয়েছে মোহনবাগান। নতুন মরশুম শুরুর আগেই নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে মোহনবাগান। আনোয়ার আলি দলে আসায় রক্ষণকে আরও শক্তিশালী করে নিয়েছে মোহনবাগান। শুভাশিস বসু, ব্রেন্ডন হামিল, আর্মান্দ সাদিকুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন তিনি। তবে এখন প্রশ্ন হল আনোয়ার আলিকে দলে নেওয়ায় সবুজ মেরুনে প্রীতম কোটালের ভাগ্য কী হতে চলেছে?
কারণ একদিকে আনোয়ার আলিকে দলে নেওয়ায় প্রীতম কোটালের জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় শোনা যাচ্ছে প্রীতম কোটালকে ছেড়ে দিতে পারে মোহনবাগান। সূত্রের খবর, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে এই বিষয়ে চুক্তি অনেকটাই পাকা করে ফেলেছে মোহনবাগান। যা খবর, তাতে প্রীতমকে দিয়ে সামাদকে দলে নিতে চাইছে মোহনবাগান। সেক্ষেত্রে প্রীতমকে পেয়ে নিজেদের রক্ষণকে আরও শক্তিশালী করে নিতে পারবে কেরালা ব্লাস্টার্স। অন্যদিকে সামাদকে দলে নিয়ে মাঝ মাঠ আর আক্রমণকে গুছিয়ে নিতে পারবে মোহনবাগান। জানা গিয়েছে দুই ক্লাবের মধ্যে এই চুক্তি নিয়ে কথা অনেকটাই এগিয়ে গিয়েছে।
এ দিকে আনোয়ার আলি মোহনবাগানে সই করে নিজের মনে কথা জানিয়েছেন। সবুজ-মেরুন জার্সি পরে খেলার স্বপ্নের কথা বলেছেন তিনি। আনোয়ার আলি বলেছেন, ‘মোহনবাগান সব থেকে প্রাচীন ক্লাব। অনেক নামী ফুটবলার খেলেছেন এখানে। সেই জার্সিতে মাঠে নামার কথা ভেবেই উত্তেজিত। সই করার পর প্রচুর সমর্থকের বার্তা পেয়েছি। সবাই আমার পাশে রয়েছেন।’ মোহনবাগানে তাঁর তিন লক্ষ্য নিয়ে আনোয়ার বলেছেন, ‘প্রথম বার কলকাতা ডার্বি খেলব, যা বহু দিনের স্বপ্ন। দ্বিতীয়ত, কখনও আইএসএল জিতিনি। সেই লক্ষ্য পূরণ করতে চাই। তৃতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে মোহনবাগানকে সাফল্য এনে দিতে চাই।’
এদিকে আনোয়ারক পেতেই সামাদের ডিল পাকা করতে চায় মোহনবাগান। এমন অবস্থায় প্রীতম কোটালকে সামনে রেখেই এই চুক্তি পাকা করতে চায় মোহনবাগান। প্রীতমকে দিয়ে সাহল আব্দুল সামাদকে পেতে উভয় ক্লাবের মধ্যে কথা প্রায় শেষের দিকে চলে এসেছে। মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্স এফসি এখন চূড়ান্ত শর্তে একমত হওয়ার দিকে এগিয়ে চলেছে। তাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। বিশেষজ্ঞরা আশা করছেন যে আগামী দিনে এই চুক্তিটি সমাপ্ত হবে।
For all the latest Sports News Click Here