আনা হয়েছিল ভারতের ঘুম কাড়তে, ১ টেস্টেও না খেলে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার স্পিনার
‘অস্ত্র’ হিসেবে ভারত সফরে নিয়ে এসেছিল অস্ট্রেলিয়া। একটি টেস্টেও না খেলে দেশে ফিরতে চলেছেন সেই অ্যাশটন অ্যাগার। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে পার্থে উড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার স্পিনার। যিনি ভারত সফরে আসার আগে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নাথান লিয়নের পর দ্বিতীয় স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে ছিলেন।
ভারতে চার টেস্টের সিরিজের জন্য যে দল নিয়ে আসে অস্ট্রেলিয়া, সেই দলে দ্বিতীয় পছন্দের স্পিনার ছিলেন অ্যাগার। কিন্তু নাগপুরে প্রথম টেস্টের দলে তাঁর জায়গা হয়নি। বরং দুই পেসার এবং লিয়নের সঙ্গী হিসেবে নাগপুরে টেস্টে অভিষেক হয় টড মার্ফির। অথচ লিয়ন এবং মার্ফি দু’জনেই অফস্পিনার। শুধু তাই নয়, দিল্লি টেস্টে অস্ট্রেলিয়া তিন স্পিনার খেলালেও জায়গা হয়নি অ্যাগারের। বরং লিয়ন ও মার্ফির সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে ম্যাথু কুনম্যান খেলেন।
আরও পড়ুন: IND vs AUS – কেএল অপরাধী নয়, ওকে একা ছেড়ে দাও – ভেঙ্কটেশ-আকাশ লড়াইয়ের মধ্যে আবেদন ভাজ্জির
দিল্লিতে কেন অ্যাগারকে খেলানো হয়নি, টেস্ট শুরুর আগে সকালে সেই ব্যাখ্যাও দেন অস্ট্রেলিয়ার নির্বাচক। যা সচরাচর দেখা যায় না। তিনি জানান, লাল বলে যেরকম বোলিং হওয়া উচিত, সেই পর্যায়ে নিজের বোলিং পৌঁছায়নি বলে মনে করছেন অ্যাগার। তারপর মঙ্গলবার দিল্লিতে টিম হোটেলে আলোচনায় বসেন অস্ট্রেলিয়ার নির্বাচক এবং অজি স্পিনার। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে পার্থে ফিরে যাবেন অ্যাগার।
অ্যাগরের বিষয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক বলেন, ‘টড দারুণভাবে উঠে এসেছে। এই কাজের জন্য ও আমাদের বড় আবিষ্কার। এই দু’জন (মার্ফি এবং লিয়ন) নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আমার মতে, ওরা আমাদের দুই সেরা স্পিনার। আমরা যে ২৪ টি উইকেট পেয়েছি, সেটার মধ্যে ওরা ১৮ টি নিয়েছে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছিল যে (দিল্লির) পরিস্থিতির সঙ্গে কুনেম্যানের বোলিং ধরন আরও বেশি খাপ খায়।’
আরও পড়ুন: সাফল্যের কোনও শর্টকাট হয় না- প্রস্তুতি ম্যাচ না খেলায় সমালোচনার মুখে স্মিথরা
অ্যাগারের ভবিষ্যৎ
টেস্ট দলে না থাকলেও আগামী মার্চে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য অ্যাগারকে দলে ফেরানো হতে পারে। যদিও সেই বিষয়ে অস্ট্রেলিয়ার বোর্ডের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here