আনকোরা ম্যাকমুলেন-সোলের বলেই থরথর করে কাঁপল উইন্ডিজ, হাওয়ার উড়ল স্টাম্প- ভিডিয়ো
স্কটল্যান্ডের অখ্যাত পেসারদের বিরুদ্ধে যেভাবে ভয়ে থরথর করে কাঁপছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, মনে হচ্ছিল বুঝি আখতার-ব্রেট লির মোকাবিলা করতে হচ্ছে তাঁদের। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সুপার সিক্সে স্কটিশদের বিরুদ্ধে যেভাবে ধসে যায় ক্যারিবিয়ানদের টপ অর্ডার, তার বড়সড় মাশুল দিতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজকে।
গ্রুপ লিগে জোড়া ম্যাচ হেরে সুপার সিক্সে ওঠায় ওয়েস্ট ইন্ডিজের কাছে টুর্নামেন্টের বাকি সব ম্যাচই ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে। কোয়ালিফায়ারের বাকি সব ম্যাচ জিতলেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত নয়। তবে হারলেই সব আশা শেষ। এমন মরণ-বাঁচন পরিস্থিতিতে হারারেতে টস হেরে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট করতে নামে।
ইনিংসের দ্বিতীয় ওভার থেকে ধারাবাহিকভাবে উইকেট খোয়াতে থাকে ক্যারিবিয়ান দল। ১.৬ ওভারে ব্র্যান্ডন ম্য়াকমুলেনের বলে ক্রিস্টোফার ম্যাকব্রাইডের হাতে ধরা পড়েন ওপেনার জনসন চার্লস। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ৩.৬ ওভারে ম্যাকমুলনের দ্বিতীয় শিকার হন ব্রুকস। ৩ বল খেলে খাতা খোলার আগে মার্ক ওয়াটের হাতে ধরা পড়েন ব্রুকস।
আরও পড়ুন:- Vitality Blast 2023: মান থাকল না নারিনের! এমন জোরালো রিভার্স শটে আগে কাউকে ছক্কা হাঁকাতে দেখেছেন?- ভিডিয়ো
৫.২ ওভারে ম্যাকমুলেন তৃতীয়বার ধাক্কা দেন ক্যারিবিয়ান শিবিরে। ৫টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২২ রান করে বোলারের হাতেই ফিরতি ক্যাচ দেন ব্র্যান্ডন কিং।
ইনিংসের সপ্তম ওভারে কাইল মায়ের্সকে সাজঘরে ফেরান ক্রিস সোল। ৬.৫ ওভারে যে ডেলিভারিটিতে তিনি মায়ের্সকে বোল্ড করেন, পেসারদের কাছে স্বপ্নের ডেলিভারি মনে হতে পারে সেটি। আসলে মায়ের্সের অফ-স্টাম্প যেভাবে হাওয়ায় উড়ছিল, তা দেখে যে কোনও বোলারই বাড়তি উদ্দীপ্ত হবেন নিশ্চিত।
আরও পড়ুন:- MPL 2023: ভাগ্যের হাতে মার খেলেন কেদাররা, ফাইনাল ভেস্তে যাওয়ায় মহারাষ্ট্র প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন রত্নাগিরি
ওয়েস্ট ইন্ডিজ দলগত ৩০ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বসে। প্রথম ৩টি উইকেট পকেটে পোরেন ম্যাকমুলেন। ১টি উইকেট নেন সোল। পরে ১২.২ ওভারে সফিয়ান শরিফের বলে উইকেটকিপার ম্যাথু ক্রসের দস্তানায় ধরা পড়েন ক্যারিবিয়ান দলনায়ক শাই হোপ। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৩ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দলগত ৬০ রানে ৫ উইকেট হারায়।
২০.৪ ওভারে মার্ক ওয়াটের বলে ম্যাকব্রাইডের হাতে ধরা পড়েন নিকোলাস পুরান। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ২১ রান করে মাঠ ছাড়েন পুরান। ওয়েস্ট ইন্ডিজ ৮১ রানের মাথায় ৬ উইকেট হারায়। তারা দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ৬ জন ব্যাটসম্যানকে হারিয়ে। শেফার্ডকে সঙ্গে নিয়ে পালটা লড়াই চালানোর চেষ্টা করেন জেসন হোল্ডার।
For all the latest Sports News Click Here