আদ্যক্ষর K, এক তারকা অভিনেত্রী আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন : বিস্ফোরক অমৃতা
কোনও ফিল্ম ব্যাকগ্রাউন্ড নেই, তারপরেও বলিউডে পা রেখে কেরিয়ারটা বেশ ভালোভাবেই শুরু করেছিলেন অভিনেত্রী অমৃতা রাও। ‘ইশক ভিশক’, থেকে ‘ম্যায় হু না’, ‘মস্তি’ থেকে ‘বিভা’ বহু সুপারহিট ছবির নায়িকা ছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে ফিল্ম কেরিয়ার থেকে একপ্রকার সরেই যান অমৃতা। সম্প্রতি, অমৃতা রাও এবং তাঁর স্বামী আরজে আনমোল ‘কাপল অফ থিংস’ নামে একটি বইতে তাঁদের জীবনের নানা অজানা কথা সামনে এনেছেন।
বইতে অনেকই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন অভিনেত্রী অমৃতা রাও। লিখেছেন, ‘ আমার কেরিয়ারে বেশকিছু সুপারহিট ছবি থাকা সত্ত্বেও কেরিয়ার মসৃণ ছিল না। কোনও নামী ফিল্ম ম্যাগাজিনগুলি কখনওই একটি কভার শ্যুটের জন্য আমার কাছে আসেনি।’ যদিও ‘বিভা’র সাফল্যের পর, পুরস্কার জেতার পর তাঁকে ও শাহিদকে ম্যাগাজিনের জন্য ফটোশ্য়ুট করতে দেখা গিয়েছিল। সেখানে অমৃতা ও শাহিদকে মাঝে রেখে বাকি প্রতিযোগীদের পাশে রেখে ফটোশ্যুট করা হয়। অথচ বইটির প্রচ্ছদ যখন বের হয় তখন অমৃতা দেখেন, সেখানে তাঁর ছবি নেই, পরিবর্তনে অন্য ছবি। অমৃতা রাও লিখেছেন, ‘আমি এক সাংবাদিক বন্ধুর থেকে জানতে পারি এক তারকা অভিনেত্রীর কথাতেই প্রচ্ছদের কভারটি নতুন করে সাজানো হয়।’ অমৃতা সেই অভিনেত্রীর নাম প্রকাশ না করলেও ২০০০ সালের শুরুর দিকে যাঁরা বলিউড ফিল্ম ও ফিল্ম ইন্ডাস্ট্রির খবর রাখতেন, তাঁদের অভিনেত্রীর নাম অনুমান করতে অসুবিধা হয় না।
আরও পড়ুন-‘হট প্যান্টের জন্য চেহারাও হট হতে হয়’, অপরাজিতাকে কটাক্ষের জবাব দিলেন অনুরাগীরা
বইতে, বলিউডের রাজনীতি, বহিরাগতরা কীভাবে রাজনীতিক শিকার হন, সে ইঙ্গিতও দিয়েছেন অমৃতা রাও। অমৃতা আরও লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার একজন ট্যারোট কার্ড রিডার তাঁকে সতর্ক করেছিলেন, যে এক অভিনেত্রী তাঁর ক্ষতি করার চেষ্টা করছেন, যাঁর নাম শুরু হয় K দিয়ে।’
আরও পড়ুন-আরও পড়ুন-তোমার সূত্রেই কাজ করছি আমির-সইফের সঙ্গে, ইলিশটা বকেয়া রয়ে গেল প্রদীপদা: শ্রীলেখা
অমৃতা লেখেন, সিডনিতে শ্যুটিং করতে গিয়ে তিনি প্রোডাকশন কন্ট্রোলারের কাছে ভালো ট্যারোট কার্ড রিডারের খোঁজ করেন। তিনিই তাঁকে এক মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর আমরা ওই ট্যারোট কার্ড রিডারের কাছে যাই, ফিল্মি কেরিয়ার নিয়ে প্রশ্ন করি। অমৃতার কথায়, ‘উনি আমার বেছে নেওয়া কার্ডগুলির দিকে তাকিয়ে বললেন, আপনি বর্তমানে যে দুটি চলচ্চিত্রের শুটিং করছেন সেগুলি ভাল করবে না। বক্স অফিস। আমি বললাম,’ ঠিক আছে! ‘হুম..,’ তিনি ফের বললেন, ‘কে বর্ণমালার একজন মহিলা অভিনেত্রী আছেন যিনি আপনার প্রতি খুব নেতিবাচক’।
এর আগে এক সাক্ষাৎকারে অমৃতাকে প্রশ্ন করা হয়েছিল যে করিনা-শাহিদের বিচ্ছেদ নিয়ে তাঁকে দায়ী করা হয়েছিল! উত্তরে অমৃতা বলেছিলেন, সেসময় আমি চুপ ছিলাম, জানতাম সত্যিটা সামনে আসবে।
For all the latest entertainment News Click Here