আদৌ আউট ছিলেন শাকিব? তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন শাদাব
বাংলাদেশকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে পাকিস্তান। তবে এই ম্যাচের সবথেকে চর্চিত ঘটনা হল বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের আউট। এই আবহে বাংলাদেশি সমর্থকদের অভিযোগ, তৃতীয় আম্পায়ার ল্যাংটন রুসেরে ‘ভুল সিদ্ধান্তে’র জন্যই সেমিতে ওঠা হল না বাংলাদেশের। এই আবহে বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে কী বলছেন শাকিবের উইকেট পাওয়া শাদাব খান?
আজ পাকিস্তানের বিরুদ্ধে শাকিব আল হাসানের আউট নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। পাক লেগ স্পিনার শাদাব খানের বলে এলবিডাব্লু আউট হন শাকিব আল হাসান। তবে শাকিব সঙ্গে সঙ্গে রিভিউ নেন। যদিও থার্ড আম্পায়ারও শাকিবকে আউট দেন। আর থার্ড আম্পায়ারের সেই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। কারণ রিপ্লেতে দেখা যায়, বল যখন শাকিবের ব্যাটের পাশে, তখন স্নিকোমিটারে কম্পন দেখা যাচ্ছে। সেই সময় ব্যাট মাটিতেও লাগেনি। তাও তৃতীয় আম্পায়ার শাকিবকে আউট দেন। এই আবেহ ইনিংসের মাঝে শাদাব খান বলেন, ‘আম্পায়াররা আউট দিয়েছেন, তাই ওটা আউট (সাকিবের সিদ্ধান্ত)।’ এদিকে জয়ী শাদাব সেটিকে আউট বলে মেনে নিলেও প্রায় সব ক্রিকেট বদ্ধা এবং বিশেষজ্ঞেরই মত, শাকিব আউট ছিলেন না। ধারাভাষ্য দেওয়ার সময় রবি শাস্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, ‘ব্যাটের সঙ্গে মাটির কোনও যোগ নেই। ছায়াতে তা স্পষ্ট। ব্যাটে বল লাগার কারণেই স্নিকোমিটারে স্পাইক দেখা গিয়েছিল।’
উল্লেখ্য, বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে আউট হন সৌম্য সরকার। ক্রিজে নামেন অধিনায়র শাকব আল হাসান। প্রথম বলেই শাদাবের বলে স্টেপ আউট করেন শাকিব। বল পায়ে লাগে। আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক শাকিবকে আউট দেন। তবে অনেক্ষণ পর তিনি হাত তোলেন। আম্পায়ারকে হাত তুলতে দেখে সঙ্গে সঙ্গে শাকিব রিভিউ নেন। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে মাথা নাড়িয়ে কথা বলতে দেকা যায় শাকিবকে। তিনি দাবি করেন, বল আগে তাঁর ব্যাটে লেগেছে। থার্ড আম্পায়ার ল্যাংটন রুসেরে অবশ্য আউট দেন শাকিবকে। প্রথম বলে শাকিব আউট হয়ে যাওয়ায় বাংলাদেশ ১৩০ রানের গণ্ডিও পার করতে পারেনি। পরে পাঁচ উইকেট খরচ করে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
For all the latest Sports News Click Here