আদৃত নয় মোটেই, মিঠাই রানি সৌমিতৃষা মনের মানুষের নাম শেয়ার করলেন দিদি নম্বর ১-এ
প্রথমবারের জন্য দিদি নম্বর ১-এ এসেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই-ভক্তদের উৎসাহও তা নিয়ে ছিল দেখার মতো। রবিবার লক্ষ্মীপুজোর দিন সম্প্রচারিত হবে সেই এপিসোড। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ঝলক। দেখা গেল সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের ‘ভ্যালেন্টাইন’ নিয়ে আড্ডা জমালেন সৌমি।
রচনা প্রশ্ন করেন মিঠাই যেমন তাঁর উচ্ছেবাবুর জন্য পাগল, সেরকম সৌমিতৃষার মনের মানুষ কে? আর তাতে মিঠাই বলে ওঠে, ‘‘কেন আমি তো নিজের ভ্যালেন্টাইন হিসেবে জি বাংলার নাম নিয়েই নিয়েছি। যারা আমাকে পাহাড়ে নিয়ে গিয়ে টি গার্ডেনের মধ্যে বাথটবে ফুল দিয়ে দিচ্ছে, শিফন শাড়ি পরাচ্ছে, আমার ইচ্ছে ছিল বেশ ‘তেরে মেরে ’তে নাচব, সেটাও পূরণ করে দিয়েছে।’’
এরপর রচনা যখন প্রশ্ন করেন, সৌমিতৃষার প্রেমিককে কী রান্না জানতে হবে? তাতে জবাব আসে ‘না সেরকম কোনও ক্রাইটেরিয়া নেই’। সঙ্গে সঙ্গে রচনার জবাব, কেন তোমার ফাইফরমাশ খাটতে হবে তো। এরপরই মিষ্টি হেসে সকলের প্রিয় মিঠাই রানি জবাব দেন, ‘একটু প্যাম্পর করতে হবে আর কী! ভালোবেসে আগলে-টাগলে রাখবে।’
দিদি নম্বর ১-এ মিঠাই ছাড়াও হাজির ছিলেন নিপা ওরফে ঐন্দ্রিলা সাহা, নন্দা ওরফে কৌশাম্বী ভট্টাচার্য, শ্রীতমা দিয়া মুখোপাধ্যায়। টিমকে সাপোর্ট করতে এসেছিলেন সিদ্ধার্থ আদৃতও। ‘মিঠাই’ অনুরাগীরাও খুব খুশি তাঁদের পছন্দের নায়িকা সৌমিতৃষাকে দিদি নম্বর ১-এর পরদায় দেখে।
প্রসঙ্গত, এবার দুর্গাপুজোর কার্নিভ্যালেও হাজির হয়েছিলেন সৌমিতৃষা। কোনওরকম বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকেও দিদির ডাকে সাড়া দিয়ে দুর্গাপুজোর কার্নিভ্যালে এসেছিলেন মিঠাই। লাল পাড় হলুদ শাড়িতে একদম সাবেকি সাজেই দেখা গেল তাঁকে। অনেকেই প্রশ্ন করেছে মিঠাইয়ের মাথায় সিঁদুর কেন? আসলে সেট থেকেই সোজাসুজি হাজির হয়েছিলেন যে…
For all the latest entertainment News Click Here