আদিল আমায় খুনের ছক কষছে, গুরুতর অভিযোগ আনলেন রাখি সাওয়ান্ত
রাখি সাওয়ান্তের আনা ধর্ষণ, গার্হস্থ্যা হিংসা, প্রতারণা সহ একাধিক অভিযোগে আদিল দুরানি এখন জেলবন্দি। তবে এবার আদিলের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর অভিযোগ আনলেন রাখি। তাঁর দাবি, জেলে বসেই নাকি তাঁকে খুনের চক্রান্ত করছেন স্বামী আদিল।
ঠিক কী বলেছেন রাখি সাওয়ান্ত?
রাখির কথায়, ‘শত্রুদের হাত থেকে বাঁচতে, সর্বদা প্রার্থনা করি। তবে এবার জানতে পেরেছি, আদিল আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছেন, আর সেটা জেলে বসেই। আমার মারবে বলে ও এখ খুনির সঙ্গে যোগাযোগ করেছে।’ পরে রাখি ফের বলেন, ‘আদিল যাঁকে আল্লাহ বাঁচাবে তাঁকে তুমি কীভাবে মারবে? আল্লা আমার প্রার্থনা মঞ্জুর করবেন। তুমি আমাকে মারতেই বা চাইছ কেন?প্রতিহিংসা নাকি সম্পত্তির জন্য? ’
এদিকে আদিলের পরিকল্পনার কথা জানিয়ে, একটা ভয়েস নোট ভাগ করে নিয়েছেন রাখি। যেখানে নাম প্রকাশে অনিচ্ছুক এক শুভাকাঙ্খী তাঁকে জানিয়েছেন, ‘আদিলের ঘরে কিছু লোকজন গিয়েছিল, আপনাকে মারার পরিকল্পনা করতে। আপনাকে মারার জন্য ও ছক কষেছে, ও পুলিশের লোকজনকেও কিনে ফেলেছে।’
আরও পড়ুন-জন্মদিনের একদিন আগেই দক্ষিণেশ্বরের মন্দিরে কৌশানি, সঙ্গী বনি ও মদন মিত্র
আরও পড়ুন-‘পরেছেন হটপ্যান্ট, আর জলে নেমে ঠান্ডা বলে চিৎকার করছেন, ন্যাকা!’ ট্রোলিংয়ের মুখে সন্দীপ্তা
এদিকে রাখি বলেন, ‘আমি আদিলকে ক্ষমা করে দিয়েছি। ও তো আমার মাকেও মেরে ফেলেছে। অথচ যখন আমি রোজা রেখেছিলাম আমি ওকে ক্ষমা করে দিয়েছি। এখন সবটাই আল্লার উপর ছেড়ে দিয়েছি।’
এদিকে গত মার্চে রাখি জানিয়েছিলেন, আদিলের সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই তিনি মুক্তি পাবেন। প্রসঙ্গত ২০২২-এর গোড়ার দিকে আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। জানান আইনি বিয়ে ছাড়াও, ইসলামের রীতি মেনে তাঁরা নিকাহ করেছেন। আদিলকে বিয়ের জন্য তিনি ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন রাখি। পরে বিয়ের ৭ মাসের মাথায় আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও টাকা নয়ছয়ের অভিযোগ আনেন রাখি সাওয়ান্ত। তাঁর অভিযোগের ভিত্তিতে আদিলকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এদিকে আদিলের বিরুদ্ধে আরও একটি FIR-দায়ের হয় মাইসুরুতে। এক ইরানি মহিলার আনা ধর্ষণের অভিযোগে তাঁকে মাইসুরুতে নিয়ে যাওয়া হয় বিচারের জন্য।
For all the latest entertainment News Click Here