আদিপুরুষ বিতর্কের মাঝেই সুখবর, টিভিতে ফিরছে রামানন্দের রামায়ণ, কোথায় দেখা যাবে
এদিকে যখন ‘আদিপুরুষ’ ছবিটি নিয়ে বিতর্কের সীমা পরিসীমা নেই। ভক্তরা যখন রামায়ণের এই নতুন দেখে শুনে এক প্রকার ক্ষিপ্ত হয়ে গিয়েছে তখনই এল সুখবর। রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ফিরছে। হ্যাঁ, যাঁরা ছোটবেলায় টিভির পর্দায় এই ধারাবাহিক দেখতেন তাঁদের জন্য তো সুখবর বটেই, একই সঙ্গে ছোটদের জন্য সুখবর।
শিমারু টিভির তরফে জানানো হয়েছে এই মহাকাব্য ভিত্তিক ধারাবাহিকটি তারা তাদের চ্যানেলে ৩ জুলাই থেকে আবার দেখা যাবে। অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়াকে এই ধারাবাহিকে রাম এবং সীতার চরিত্রে দেখা গিয়েছিল যথাক্রমে। সুনীল লহরী অভিনয় করেছিলেন লক্ষ্মণের চরিত্রে।
‘আদিপুরুষ’ ছবিটা যবে থেকে মুক্তি পেয়েছে তবে থেকে ছবিটি নিয়ে। তরজা তো চলছেই। একই সঙ্গে এই ছবিটির সঙ্গে এই ৮০ এর দশকের রামায়ণের তুলনা টানা হয়েছে। সেখানকার ডায়লগ থেকে দৃশ্যায়ন, পোশাক, মেকআপ সব কিছুকেই আদর্শ বলে সকলে বারবার বলেছেন। ওম রাউতের এই ছবি রামায়ণ উপর ভিত্তি করে বানালেও সেখানে রাম, সীতা, হনুমান বা রাবণকে যে ভাবে দেখানো হয়েছে তাতে সকলেই বীতশ্রদ্ধ। আর গোটা দেশ জুড়ে যখন প্রতিবাদ তুঙ্গে তখনই এই জনপ্রিয় ধারাবাহিক ফেরানোর কথা ঘোষণা করা হল।
এদিন শিমারু টিভির তরফে এই শোয়ের একটি ছোট্ট অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তারপর সেখানে লেখা হয়, ‘বিশ্ব বিখ্যাত রামায়ণ আবার ভক্তদের জন্য ফিরছে। আগামী ৩ জুলাই থেকে আমাদের চ্যানেলে দেখুন সন্ধ্যা ৭.৩০ টা থেকে।’ এই খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে রীতিমত হইচই পড়ে গিয়েছে।
প্রসঙ্গত ওম রাউতের ‘আদিপুরুষ’ ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, কৃতি শ্যাননকে দেখা গিয়েছে সীতার চরিত্রে, সইফ আলি খান হয়েছেন রাবণ। দেবদত্ত নাগেকে হনুমানের চরিত্রে দেখা গিয়েছে। ছোট পর্দার রামায়ণের লক্ষ্মণ থেকে রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগর, মহাভারতের ভীষ্ম সকলেই বিরোধিতা করেছেন। করেছেন কটাক্ষও।
For all the latest entertainment News Click Here