‘আদিপুরুষ’ নিয়ে মিমের বন্যা! অনেকের দাবি, চোখে লাগার মতো খারাপ কোনও কোনও দৃশ্য
মুক্তির পাওয়ার পর থেকেই আক্রমণের মুখে ‘আদিপুরুষ’। বক্সঅফিসে এই ছবি কেমন ব্যবসা করতে পারবে, সেই প্রশ্নের উত্তর দেবে সময়। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হচ্ছে এই ছবিকে। সকাল থেকেই আসতে শুরু করেছে একের পর এক মিম। কোনওটা ছবির চরিত্রদের পোশাক নিয়ে, তো কোনওটা সংলাপ নিয়ে। সব মিলিয়ে প্রভাস এবং কৃতির ছবির হাল প্রথম দিনের শেষে বেশ নড়বড়ে।
কী কী হয়েছে সোশ্যাল মিডিয়ায়? কেউ কেউ বলেছেন, অভিনেতা-অভিনেত্রী এত চড়া মেকআপ করেছেন, যা দেখে মনে হচ্ছে যুদ্ধের মাঝে চরিত্ররা পার্লার থেকে ঘুরে এল। মুখ সাদা হয়ে গিয়েছে, পোশাকেও ধোপদুরস্ত ভাব। কোনওটাই যেন ছবির তালের সঙ্গে যাচ্ছে না।
কেউ কেউ বলেছেন, প্রথম দিনেই ছবির অনেক টিকিট বিক্রি হয়েছিল। অনেকেই অগ্রীম টিকিট কেটে রেখেছিলেন। কিন্তু তাঁরা যখন প্রথম দিনের রিভিউ পড়ছেন, তাঁদের হাল খারাপ হয়ে যাচ্ছে।
তবে সবচেয়ে বেশি করে ট্রোলিং হয়েছে ভিএফএক্স-এর কাজ। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই যে এত বিশাল বাজেটের ছবি, তাহলে ভিএফএক্স এত খারাপ মানের কেন?
কেউ কেউ সমালোচনায় আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। বলেছেন, দেখে মনে হচ্ছে, এটা যেন টিকটক ভিডিয়ো। কারও কারও আবার দাবি এটির থেকে কোনও কোনও ইউটিউবারের বানানো ভিডিয়োও অনেক বেশি আকর্ষণীয় হয়। সকলেরই প্রশ্ন, তাহলে এই বিরাট বাজেটের এতগুলো টাকা খরচ হল কোথায়?
এবং ইউটিউবারের তৈরি ছবি আর সিনেমায় সইফ আলি খানের ছবি পাশাপাশি রেখে অনেকে প্রশ্নও তুলেছেন, কোনটি বেশি ভালো লাগছে
এখানেই শেষ নয়, রয়েছে আরও অনেক কিছু।
পাশাপাশি অনেকের দাবি, এই ছবিতে ইন্দ্রজিতের চরিত্রের মেকআপের অনেকটাই ডিসি কমিক্সের বিখ্যাত চরিত্র অ্যাকোয়াম্যান থেকে ধার করা।
‘আদিপুরুষ’ দেখার আগে এবং পরের মানসিক অবস্থা কেমন তা নিয়েও একাধিক মিম তৈরি হয়েছে বাজারে।
সব মিলিয়ে ‘আদিপুরুষ’ এই মুহূ্র্তে ছবিটির ভালো-মন্দের চেয়ে বেশি করে অনেক বেশি আলোচনায় তাকে কেন্দ্র করে তৈরি হওয়া নানা মিমের কারণে। তবে ছবিটি ভালোও লেগেছে অনেকের। পাশাপাশি আবার অনেকেই বলেছেন, বহু জায়গাতেই খামতি থেকে গিয়েছে। এত বড় বাজেটের ছবির ক্ষেত্রে সেটি মোটেই কাঙ্ক্ষিত নয় বলেও দাবি তাঁদের।
For all the latest entertainment News Click Here