‘আদিপুরুষ’-এর উপর থেকে ব্যান সরানোয় আদালতকে ‘ভারতের ক্রীতদাস’ বলে কটাক্ষ মেয়রের
বিতর্ক নিত্যসঙ্গী ‘আদিপুরুষ’-এর। মুক্তির আগে থেকেই বারবার বিতর্কে জড়িয়েছে পরিচালক ওম রাউতের এই ছবি। গত ১৬ই জুন ভারতের পাশাপাশি নেপালেও মুক্তি পেয়েছিল ‘আদিপুরুষ’। কিন্তু মুক্তির দিনই ছবির প্রদর্শন ঘিরে ঝামেলা শুরু হয় প্রতিবেশি রাষ্ট্রে। গত সোমবার ‘আদিপুরুষ’-সহ সমস্ত ভারতীয় ছবির স্ক্রিনিংয়ের উপর ব্যান আরোপ করা হয় নেপালে। তবে বৃহস্পতিবার ‘আদিপুরুষ’-এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল নেপালের আদালত। পাশাপাশি প্রশাসনকে নির্দেশ দেশের সেন্সর বোর্ডের তরফে সবুজ সংকেত মেলা ছবির স্ক্রিনিং যাতে কোনওভাবেই বন্ধ না করা হয়। সেই নিয়ে শুরু নতুন বিতর্ক।
‘আদিপুরুষ’ ছবির একটি সংলাপে জানকি (মা সীতা)-কে ‘ভারতের মেয়ে’ বলে উল্লেখ করা হয়েছে। সেই নিয়েই নেপালে শুরু হয়েছিল বিতর্ক। ‘আদিপুরুষ’সহ সমস্ত ভারতীয় ছবির প্রদর্শন নেপালে বন্ধের নির্দেশ দিয়েছিলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। আদালতের রায় সামনে আসবার পরেও দমে যাওয়ার পাত্র নন তিনি। আদালত অবমাননার দায়ে সবরকম শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত তিনি, তবে মেয়র জানান কোনওভাবেই দেশে ‘আদিপুরুষ’-এর প্রদর্শন চালু করতে দেবেন না। কারণ এটা ‘নেপালের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা’র সঙ্গে জড়িত।
ফেসবুক পোস্টে শাহ লেখেন,’ছবির লেখক বলেছেন নেপাল নাকি ভারতের অন্তর্ভুক্ত, এটা থেকেই ভারতের অসাধু উদ্দেশ্য প্রমাণিত। আর তারপরেও ছবির প্রদর্শনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অর্থ হল এটা মেনে নেওয়া যে নেপাল ভারতের অন্তর্গত। কোর্ট আর সরকার, দুটোই ভারতের ক্রীতদাস’।
বাল্মিকীর ‘রামায়ণ’ অনুসারে সীতার জন্মস্থান নেপালের জনকপুর। সীতার জন্মস্থান নিয়ে বিতর্কিত সংলাপ ছবিতে থাকার কারণে ‘আদিপুরুষ’ প্রদর্শনের উপরেই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। যা খারিজ করে দিলেন পাটান হাইকোর্টের বিচারপতি ধীর বাহাদুর চাঁদ। নেপাল মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ভাস্কর ধুনগানা জানান, আবেদনকারীরা আদলতের লিখিত নির্দেশের অপেক্ষায় রয়েছে।
নেপালের সিনেমা বন্ধের সিদ্ধান্তে নড়েচড়ে বসে টি-সিরিজ। নেপাল সরকারকে চিঠি পাঠিয়ে ক্ষমাও চান নির্মাতারা। কিন্তু তাতেও মন গলেনি বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহ-এর। ‘আদিপুরুষ’-এ রামের চরিত্রে দেখা মিলেছে প্রভাসের, লক্ষ্মণের ভূমিকায় দেখা গিয়েছে সানি সিং এবং মা সীতার ভূমিকায় অভিনয় করেছেন কৃতি শ্যানন। আর লঙ্কাধিপতি রাবণ হিসাবে দেখা গিয়েছে সইফ আলি খানকে। এই ছবিতে হনুমানের মুখের একাদিক সংলাপ নিয়েও তৈরি হয়েছে বিতর্কে। চাপের মুখে পড়ে সেগুলো বদল এনেছেন নির্মাতারা। জানা যায়, ৫০০ কোটির বাজেটে তৈরি হয়েছে ‘আদিপুরুষ’। যদিও সমালোচনা আর বিতর্কের মুখে পড়ে হু হু করে কমছে ছবির আয়। দর্শক টানতে শেষমেশ টিকিটে বড়সড় ছাড় ঘোষণা করেছেন নির্মাতারা, তাতেও হলমুখী হচ্ছে না দর্শক।
For all the latest entertainment News Click Here