আদিপুরুষের ‘ঝুরি-ঝুরি ভুলে’ বিরক্ত জনতা! নেপাল সরকারের কাছে ক্ষমা চাইল টি সিরিজ
শুক্রবার মুক্তি পেয়েছে আদিপুরুষ। একের পর এক বিতর্ক ছবি নিয়ে। রীতিমতো বিরক্ত জনতা। ছবির ডায়ালগ থেকে শুরু করে ভিস্যুয়াল এফেক্টস, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জনতার। এরই মাঝে পড়শি দেশ নেপাল থেকেও এই সিনেমা নিয়ে ওঠে প্রতিবাদ। সিনেমার একটি অংশে সীতাকে ভারত কন্যা বলায় রীতিমতো রেগে যান তাঁরা। ১৮ জুন, রবিবার কাঠমাণ্ডুর মেয়র বালেন্দ্র শাহ নেপালের রাজধানীর সমস্ত হলে বলিউডের সমস্ত ছবির প্রদর্শন বন্ধ করার নির্দেশ জারি করেন। অবশেষে টিসিরিজের পক্ষ থেকে চাওয়া হয় ক্ষমা।
বালেন্দ্র শাহের মতে সীতা জনকপুরের রাজা জনকের কন্যা ছিলেন। আর এই ছবিতে সীতাকে ভারতের কন্যা বলে দাবি করা হয়েছে। এদিকে জনকপুর নেপালে অবস্থিত। ছবি মুক্তি পাওয়ার পরই কাঠমাণ্ডুর মেয়র এই ছবির নির্মাতাদের অনুরোধ করেন এই ভুল শুধরে নেওয়ার জন্য। অথবা সিনটা বাদ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই বিষয়ে কোনও সাড়া না পেয়ে গোটা বলিউডকে ব্যান করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
ব্যাপারটা নিয়ে জলঘোলা বাড়িতেই হস্পক্ষেপ করে টি সিরিজ। যারা রয়েছে এই ছবির প্রযজনার দায়িত্বে। তাঁদের পক্ষ থেকে চিঠি লেখা হয় কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন্দ্র শাহ এবং নেপালের চলচ্চিত্র উন্নয়ন বোর্ডের কাছে।
চিঠিতে লেখা হয়, ”শ্রদ্ধেয় স্যার, শুরুতেই আমরা ক্ষমাপ্রার্থী যদি কোনওভাবে নেপালের জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে থাকি। এটা ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে করা কনও ভুল নয়। প্রভাস, যিনি এই ছবিতে রাম তাঁর মুখের ডায়লগটি হল, ‘আজ আমার জন্য লড়াই করতে হবে না। বরং সেই দিনটার কথা ভেবে লড়াই করো যাতে য়খন ভারতের কোনও মেয়ের গায়ে হাত দেওয়ার আগে অপকর্মকারীরা কেঁপে উঠবে।’ এখানে কিন্তু সীতা মাতার জন্মের কোনও উল্লেখ নেই। বরং নারীদের, বিশেষ করে ভারতের নারীদের মর্যাদা বোঝায়, এই সংলাপ বলে গোটা বিশ্বের মহিলাদের মর্যাদা আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
আমরা আপনাদের ছবিটি দেখার অনুরোধ করছি। এবং এই ছবির শিল্প সত্তাকে আরও বড় জনতার সামনে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
For all the latest entertainment News Click Here