আদালত রায় দিলেও পশ্চিমবঙ্গে এখনই হয়তো দেখা যাবে না দ্য কেরালা স্টোরি, জানুন কারণ
ছবি মুক্তির সপ্তাহেই তা বাংলায় নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনকয়েকের নানা টালবাহানার পর সুপ্রিমকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ জারি করে। তবে পশ্চিমবঙ্গের মানুষ হয়তো এখনই দেখতে পাবেন না দ্য কেরালা স্টোরি। কারণ হলের স্লট বুকড, এমনকী পরের সপ্তাহেও সুদীপ্ত সেনের এই সিনেমাকে জায়গা দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
এর আগে বাংলার ৯৪টি হলে মুক্তি পেয়েছিল দ্য কেরালা স্টোরি। নিষিদ্ধ ঘোষণা হওয়ার আগে ভালো ব্যবসাও করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায় আসার আগেই হলগুলি স্লট নিয়ে নিয়েছে। তাই এমন অবস্থায় কেরালা স্টোরিকে এখনই জায়গা দেওয়া সহজ হবে না।
এই সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ‘ফাস্ট এক্স’। সঙ্গে একগুচ্ছ বাংলা ছবি। রয়েছে সায়ন্তন ঘোষালের ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’, যাতে কাঞ্চন মল্লিক, সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষরা অভিনয় করেছেন। অনির্বণ চক্রবর্তীর ‘নন্টে ফন্টে’ও আছে, যাতে রয়েছেন সোহম বসু রায়চৌধুরী। এছাড়াও মুক্তি পেয়ে ‘মহাভোজ’ সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহ ঋতাভরী চক্রবর্তীর ‘ফাটাফাটি’র।
নবীনা সিনেমা হলের কর্ণধার নবীন চৌখানি ই-টাইমসকে জানিয়েছেন, ‘বৃহস্পতিবার ‘ফাস্ট এক্স’ রিলিজ হওয়ায় আমরা ইতিমধ্যেই আমাদের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি। আমরা দ্বিতীয় সপ্তাহে ‘ফাটাফাটি’ চালিয়ে যাচ্ছি। তাই, এই সপ্তাহে দ্য কেরালা স্টোরির জন্য আমাদের কাছে কোনও জায়গা নেই।’
অরিজিৎ দত্ত, যিনি নিষেধাজ্ঞার আদেশের আগে হলে দ্য কেরালা স্টোরি চালিয়েছেন তিনিও নিশ্চিত নন কবে ছবিটিকে ফেরত আনতে পারবেন। জানালেন, ‘আমার কাছে ‘ফাস্ট এক্স’-এর দুটি শো এবং ‘নন্টে ফন্টে’, ‘মহাভোজ’ এবং ‘ফাটাফাটি’-এর একটি করে শো রয়েছে। আমি নিশ্চিত না যে আমি আগামী সপ্তাহেও দ্য কেরালা স্টোরি প্রদর্শন করতে পারব কি না।’
স্টারের লিজ নেওয়া জয়দীপ মুখার্জী জানাবেন তাঁর কাছেও কোনও স্লট নেই দ্য কেরালা স্টোরি চালানোর মতো। ‘আমরা আঞ্চলিক সিনেমাকে গুরুত্ব দিতে চাই। আমরা ‘ফাটাফাটি’র দুটি শো এবং ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’ এবং ‘নন্টে ফন্টে’-এর একটি করে শো চালাচ্ছি।’, জানালেন মিডিয়াকে।
PVR INOX Ltd-এর আঞ্চলিক পরিচালক অমিতাভ গুহ ঠাকুরতা সাফ জানান তাঁরা রাজ্য সরকারের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে রয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার কলাকাতয় আসার কথা দ্য কেরালা স্টোরি-র টিমের। থাকবেন আদা শর্মা ও সুদীপ্ত সেন। প্রেস কনফারেন্সে ভিডিয়ো কলে যোগ দেবেন প্রযোজক বিপুল শাহ-ও।
For all the latest entertainment News Click Here