আদালতে অনুপস্থিত পরীমনি, সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেল এক মাস; উঠছে একাধিক প্রশ্ন
বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হলেও তার বিচার প্রক্রিয়া স্থগিত। মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ শুনানি পেছানোর আবেদন করেছিলেন পরীমনি। মঙ্গলবার সকালে ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এ আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন নায়িকা।
সর্দি-জ্বর আক্রান্ত পরীমনি। চিকিৎসা চলছে তাঁর।আদালতে নায়িকার অনুপস্থিতির পাশাপাশি মামলার কোনও সাক্ষী আদালতে উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেল। আদালতের তরফে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। অভিনেত্রী অসুস্থ থাকায় মাদক মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেল আরও এক মাস।
পরীমনির আইনজীবী আদালতকে জানান, অসুস্থতার কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি। বেশ কিছু দিন যাবত তিনি জ্বরে ভুগছেন। সেই সঙ্গে তার কাশি রয়েছে। এ ছাড়া, তিনি অন্তঃস্বত্তা। এই মামলায় চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে পরীমনি উচ্চ আদালতে আবেদন করেছেন। যে কারণে আদালতের কাছে সময় চেয়েছেন তিনি।
আজ পরীমণি ছাড়া অন্য দুই অভিযুক্ত দীপু ও কবির আদালতে হাজির থাকলেও মামলার কোনও সাক্ষী উপস্থিত ছিলেন না। অভিযুক্ত দীপু ও কবির বর্তমানে জামিনে আছেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, র্যাব কর্মকর্তা ও মামলার বাদী মজিবুর রহমান অসুস্থতার কারণে আজ অনুপস্থিত। যে কারণে শুনানি পেছানোর আবেদন করা হচ্ছে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আগামী ১ মার্চ শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন পরীমনি। জীপুরে ছবির শ্যুটিং চলছিল। সেখানেই আচমকা অসুস্থ অনুভব করেন পরীমনি। ঢাকার হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয় তাঁকে। শ্যুটিংয়ে গিয়ে নাকি আচমকা শরীর খারাপ হতে থাকে পরীমনির। জ্বর-কাশি শুরু হয়। আদালত চত্বরে গুঞ্জন, শ্যুটিং স্পটে আইনজীবীদের পরামর্শে কী আচমকা অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা? প্রথম দিনেই আদালতে সাক্ষী অনুপস্থিত? পুলিশি সক্রিয়তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
For all the latest entertainment News Click Here