আদরে-সোহাগে! গার্লফ্রেন্ড সাবার জন্মদিনে হৃতিক লিখলেন- ‘তুমি গতিময় ছন্দ’
আর কোনও গুঞ্জন নয়। ১৭ বছরের ছোট সাবা আজাদের সঙ্গে নিজের প্রেমের গল্পে হৃতিক শিলমোহর দিয়েছেন আগেই। দুজনের প্রেম এক কথায় জমে ক্ষীর! সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ভালোবাসা জাহির করতেও কোনও কিন্তু বোধ নেই দুজনের। মঙ্গলবার সাবার জন্মদিন। আর এই বিশেষ দিনটা আরও খাস করে তুললেন হৃতিক। ‘কহো না প্যায়ার হ্যায়’ অভিনেতা এদিন প্রেমিকার জন্য একটি কবিতাই লিখে ফেললেন!
ইনস্টাগ্রামের দেওয়ালে সাবার জন্য হৃতিক যে নাতিদীর্ঘ কবিতা লিখেছেন তাঁর বাংলা তর্জমা করলে খানিক দাঁড়ায়- ‘তোমার ছন্দ, তোমার কন্ঠস্বর, তোমার চারুতা, তোমার হৃদয় আর হ্যাঁ, অবশ্যই তোমার অসম্ভব সুন্দর মনের সূক্ষ্মতা… কন্যে তুমি গতিময় ছন্দ..’।
এরপর হৃতিকের সংযোজন, ‘ধন্যবাদ তোমার মতো হওয়ার জন্য, অদ্ভূত, পাগলামিতে ভরপুর, একদম ব্যতিক্রমী একটা মানুষ। শুভ জন্মদিন’।
এই সুন্দর লেখনির সঙ্গে সাবার একটি ছবি শেয়ার করেন হৃতিক। সেখানে মাইক হাতে মঞ্চে ধরা দিয়েছেন সাবা। একথা কারুর অজানা নয়, অভিনেত্রী হওয়ার পাশাপাশি সাবা একজন সুগায়িকাও।
সাবার জন্য লেখা হৃতের এই আদুরে পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। তবে সবচেয়ে বেশি নজর কাড়ল দুটি মন্তব্য। প্রথমটি খোদ সাবার, অন্যটি হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের।
এই ভালোবাসায়মাখা বার্তার জবাবে সাবা লেখেন, ‘রো.. (হৃতিককে ভালোবেসে এই নামে ডাকেন)ল) ধন্যবাদ এটার জন্য এবং অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য’। অন্যদিকে হৃতিকে দুই ছেলের মা তথা প্রাক্তন স্ত্রী সুজান খান লেখেন- ‘তোমার আগামী বছরটা সুন্দর এবং আর্শীবাদ ধন্য হয়ে ওঠুক। শুভ জন্মদিন’।
হৃতিক এবং সাবার বয়সের পার্থক্য নিয়ে চর্চা কম নয়। মাঝেমধ্যেই তা নিয়ে নানা কটাক্ষ ধেয়ে আসে তাঁদের দিকে। কিন্তু যাবতীয় নেতিবাচকতাকে দূরে সরিয়ে নিজেদের শর্তে বাঁচছেন তাঁরা।
প্রসঙ্গত বক্স অফিসে হৃতিকের শেষ রিলিজ ছিল ‘বিক্রম বেদা’। শীঘ্রই দীপিকার সঙ্গে ‘ফাইটার’ ছবিতেও দেখা যাবে হৃতিককে।
For all the latest entertainment News Click Here