‘আদরের আই…’ মাধুরীর মায়ের মৃত্যুর পর স্মৃতিচারণায় কী লিখলেন ডক্টর নেনে?
বলিউডের ড্যান্সিং কুইন মাধুরী দীক্ষিতের মা রবিবার, ১২ মার্চ ৯১ বছর বয়সে পরলোক গমন করেন। স্নেহলতা দীক্ষিতের মৃত্যুর খবর তাঁর কন্যা মাধুরী এবং জামাই ডক্টর শ্রীরাম নেনে প্রকাশ্যে আনেন।
তাঁদের মুম্বইয়ের বাড়িতেই নিকটজনের উপস্থিতির মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্নেহলতা। ১৩ মার্চ, সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা থাকলেও এদিন সন্ধ্যাতেই সেই কাজ শেষ করা হয়। ওর্লির বৈকুণ্ঠ ধামে তাঁর দাহকাজ হয়।
এদিন মাধুরী এবং শ্রীরাম দুজনেই একই পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। তাঁরা লেখেন, ‘আমাদের আদরের আই, স্নেহলতা দীক্ষিত আজ সকালে চলে গেলেন আমাদের সকলের উপস্থিতিতেই।’
শাশুড়ির মৃত্যুতে একটি আবেগঘন পোস্ট করেন ডক্টর শ্রীরাম নেনে। তিনি এদিন টুইটারে লেখেন, ‘আমাদের আদরের আই, স্নেহলতা দীক্ষিত আজ সকালে শান্তিতে চিরঘুমের দেশে চলে গিয়েছেন। তাঁর কাছে তখন তাঁর সমস্ত নিকটজনরা উপস্থিত ছিল। আমি ইমোশনালি, ফিজিক্যালি ভীষণই নিঃশেষিত বোধ করছি। কিন্তু আমার পরিবার, বন্ধুদের সাহায্যে কোনও মতে এই যন্ত্রণা মোকাবিলা করার চেষ্টা করছি। উনি ইশ্বরতুল্য ছিলেন। প্রাণবন্ত, বুদ্ধিদীপ্ত ছিলেন। একই সঙ্গে তাঁর সেন্স অব হিউমার ভীষণ ভালো ছিল। তাঁকে খুব মিস করব। তাঁর স্মৃতিরা আমাদের সঙ্গে চিরকাল থেকে যাবে।’
গত বছর ৯০ বছরের জন্মদিন পালন করেন স্নেহলতা। সেদিন মাধুরী তাঁকে নিয়ে একটি মিষ্টি পোস্ট করেন। তিনি সেই পোস্টে লেখেন, ‘শুভ জন্মদিন আই। ওরা বলে একজন মা তার মেয়ের বেস্ট ফ্রেন্ড। ওরা একদম ঠিক কথা বলে। আমি তোমার থেকে যা যা শিখেছি, তুমি আমার জন্য যা যা করেছ সেটাই আমার কাছে সেরা উপহার। আমি তোমার সুস্বাস্থ্য এবং আনন্দ কামনা করি।’
এত বয়স হওয়া সত্বেও, বার্ধক্যজনিত কারণে চোখে না দেখতে পেলেও স্নেহলতা আঁকতেন। তিনি খুব ভালো গানও গাইতেন। তাঁর জামাই মাঝে মধ্যে সেসব শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়।
For all the latest entertainment News Click Here