আত্মহত্যা করেছিল পল্লবীর লিভ ইন পার্টনারের প্রাক্তন প্রেমিকাও! চাঞ্চল্যকর অভিযোগ
অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুরহস্যের জট ক্রমেই পাকাচ্ছে। অভিনেত্রীর পরিবারের তরফে ইতিমধ্যেই অভিযোগের আঙুল তোলা হয়েছে সাগ্নিক চক্রবর্তীর দিকে। সোমবার থেকে ম্যারাথন জেরার পর ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে সাগ্নিককে। তবে এদিন আরও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল।
পল্লবী ও তাঁর লিভ-ইন-পার্টনার সাগ্নিক চক্রবর্তী দুজনেই হাওড়ার রামরাজাতলায় ভিআইপি কলোনি স্টেশন রোডের বাসিন্দা। ছেলেবেলা থেকেই একই বন্ধুমহলে ছিল তাঁদের উঠাবসা, যদিও সেই সময় প্রেম ছিল না সম্পর্কে।
এর আগে রেহান নামে এক যুবকের সঙ্গে ভালোবাসার বাঁধনে জড়িয়েছিলেন অভিনেত্রী পল্লবীর। ২০১৯ সাল নাগাদ তাঁদের ব্রেক-আপ হয় বলে জানা গিয়েছে। সেই সময় সাগ্নিক সুকন্যা মান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এমনকী সাগ্নিক-সুকন্যার রেজিস্ট্রি বিয়ের আসরেও হাজির ছিলেন বন্ধু পল্লবী। কিন্তু পরবর্তী সময়ে পল্লবীর সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই সুকন্যা-সাগ্নিকের দাম্পত্যে ফাটল ধরে।
কিন্তু সুকন্যা বা পল্লবীই নন, সাগ্নিকের জীবনে জড়িয়ে রয়েছে এমন অনেক নারীর নামই। মঙ্গলবার পল্লবীর প্রাক্তন প্রেমিক রেহান দাবি করেন, এর আগে সাগ্নিকের আরও এক গার্লফ্রেন্ড আত্মহত্যা করেছিল। রেহান জানান, ছোট থেকেই তাঁরা পরস্পরের বন্ধু। একই এলাকার বাসিন্দা। ২০১২-১৩ সাল নাগাদ সাগ্নিক তাঁর চেয়ে বয়সে অনেকটা ছোট সৌম্যি নামের একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে আচমকাই খবর মেলে আত্মহত্যা করেছে সৌম্যি। সেই আত্মহত্যার কারণ অজানা। তবে রেহানের দাবি, ‘আমি লোকের মুখে শুনেছি মেয়েটা প্রেগন্যান্ট হয়ে পড়েছিল, তবে আমি কোনও মেডিক্যাল রিপোর্ট দেখিনি। বলতে পারব না, গোটাটাই কানে শোনা’।
গত রবিবার গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টেলি অভিনেত্রী পল্লবী দে-র মরদেহ। গত দু-মাস ধরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়েই ওই ফ্ল্যাট থাকছিলেন দুজনে। সম্পর্কের টানাপোড়েন, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে জড়িয়ে আছে অন্য কোনও রহস্য? সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
For all the latest entertainment News Click Here