‘আত্মত্যাগ সকলেই করি’, পুরোনোকে ভুলে নতুনকে আপন করে নিতে আগ্রহী কৌশাম্বি
গত কয়েক মাসে যে সকল টেলি তারকা সবচেয়ে আলোচনার কেন্দ্রে থেকেছেন, তার অন্যতম কৌশাম্বি চক্রবর্তী। সৌজন্য অভিনেত্রীর লাভ লাইফ। ‘মিঠাই’ নায়ক আদৃত রায়ের সঙ্গে সম্পর্কের জেরে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোলড হননি তিনি। আসলেন অনস্ক্রিন দিদি-ভাইয়ের প্রেম সম্পর্ক সহজে মেনে নিতে পারেনি অনেক মিঠাই ভক্ত, আবার কারুর অভিযোগ ‘প্রেম করলে স্বীকার করে নাও, বেস্ট ফ্রেন্ড হিসাবে পরিচয় দেওয়া কেন?’ তবে সিরিয়ালের শেষলগ্নে নিজেদের সম্পর্ক নিয়ে অনেকটাই খোলামেলা ছিলেন আদৃত-কৌশাম্বি। মিঠাই শেষ হওয়ার পর ইতিমধ্যেই নতুন মেগায় কামব্যাক করেছেন নন্দা।
বর্তমানে জি বাংলারই ‘ফুলকি’ সিরিয়ালে দেখা যাচ্ছে কৌশাম্বিকে। নায়ক অভিষেক অর্থাৎ রোহিতের বিধবা বৌদির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। পারোমিতার ভূমিকায় কৌশাম্বির অভিনয় নজর কেড়েছে সকলের। সম্প্রতি টলিটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশাম্বি বলেন, ‘দু-টো ভিন্ন স্বাদের চরিত্র। নন্দা অন্যরকম চরিত্র, পারোমিতা খুব বেশি পরিণত। দু’জনের একটা মিল রয়েছে, তাঁদের জীবন পরিবারকেন্দ্রিক। নন্দা খুব জলি, পারোমিতা ধীর-স্থির। এটাই মিঠাইয়ের সেট ছিল, এটা এখন ফুলকির সেট। পুরোনো শিল্পীরা নেই, তবে টিম মেম্বার অনেকে রয়েছেন। রাজেনদা (পরিচালক রাজেন্দ্র প্রসাদ) রয়েছেন। রাখিদির স্ক্রিপ্টে আবার কাজ। খুব ভালো লাগছে। পুরোনো কথা না তুলে নতুনের দিকে এগানোর চেষ্টা করছি সকলে’।
পারোমিতার সঙ্গে কৌশাম্বি কতখানি একাত্ম হতে পারে? অকপটে জবাব, ‘পারোমিতা সবকিছু আত্মত্যাগ করেও নিজের পরিবারের সাথে রয়েছে। পার্সোনাল লাইফে আমরা সকলেই কিছু না কিছু সাক্রিফাইস করি, আমাকে যদিও তেমন কিছু করতে হয়নি। তবে পারোমিতা যেমন পরিবার অন্ত প্রাণ, আমিও সেইরকম’।
রিল আর রিয়েলের তুলনা টেনে অভিনেত্রী আরও যোগ করেন, ‘কৌশাম্বি খুব ইমোশ্যানাল। তবে আমি খুব ছন্নছাড়া, একদম গোছানো নয়’। গত সপ্তাহেই ছিল কৌশাম্বির জন্মদিন। সিরিয়াল থেকে বেশ কয়েকদিনের ছুটিও নিয়েছিলেন অভিনেত্রী।
কৌশাম্বি বললেন, ‘খুব ভালো সময় কাটিয়েছিলাম পরিবারের সঙ্গে, বন্ধু-বান্ধবদের সঙ্গে। খুব মজা করেছি, সবার ভালোবাসা পেয়েছি। আশা করছি সামনের দিনগুলো খুব ভালো হবে, এই বছরটা খুব কাটবে’। এদিন ফের জোর দিয়ে পর্দার পারোমিতা বললেন, ‘আরেকটু ম্যাচিউর হতে চাই, ব্যক্তিগত জীবনটা গোছাতে চাই’। জন্মদিনের দিন মিঠাই পরিবারের অনেকের সঙ্গেই দেখা হয়েছিল বলে জানান কৌশাম্বি, পুরোনো পরিবারের প্রত্যেকের তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন’।
গত শুক্রবার ছিল কৌশাম্বির জন্মদিন। একদিন দেরিতে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান আদৃত। মিষ্টি ছবি শেয়ার করেন, সঙ্গে আদুরে ডাক। আদৃত লেখেন- ‘শুভ জন্মদিন আমার পাগলিটা…! অসংখ্য খুশিতে ভরে উঠুক জীবন, হাসতে থেকে কৌশাম্বি…’।
For all the latest entertainment News Click Here