আত্মঘাতী পাক ক্রীড়াবিদ! কাঠ কাটার যন্ত্রে প্রাণ দিলেন ২৮ বছরের স্নুকার প্লেয়ার
অত্যন্ত দুঃখজনক ঘটনা পাক ক্রীড়ামহলে। মাত্র ২৮ বছর বয়সেই মারা গেলেন পাকিস্তানের প্রথমসারির স্নুকার প্লেয়ার মজিদ আলি, যিনি অনূর্ধ্ব-২১ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। বৃহস্পতিবার ফয়জলাবাদের কাছে অবস্থিত সামুন্দ্রির নিজের বাড়িতে আত্মহত্যা করেন মজিদ, এমনটাই খবর পুলিশ সূত্রে। মজিদের পরিবারের তরফেও তারকা ক্রীড়াবিদের আত্মহত্যার কথা জানানো হয়েছে।
মজিদ দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন বলে জানা যাচ্ছে। যার ফলেই চমর পথ বেছে নেন পাক তারকা। মৃত্যুর ধরনও ছিলও ভয়াবহ। কাঠ কাটার যন্ত্রে নিজের প্রাণ দেন স্নুকার তারকা, এমনটাই জানিয়েছে পুলিশ।
বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেন মজিদ। দেশের অন্যতম সেরা স্নুকার তারকা ছিলেন তিনি। একমাসের মধ্যে এই নিয়ে দু’জন আন্তর্জাতিক স্নুকার প্লেয়ারের অকাল মৃত্যু হল। গত মাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মহম্মদ বিলাল।
মজিদের ভাই উমর জানান যে, কিশোর বয়স থেকেই অবসাদে ভুগতেন প্রয়াত স্নুকার তারকা। তিনি বলেন, ‘আমাদের কাছে এটা অত্যন্ত ভয়াবহ ঘটনা। কেননা আমরা কখনই ভাবিনি ও এভাবে আত্মহত্যা পারে।’
পাকিস্তানের বিলিয়ার্ডস ও স্নুকার সংস্থার চেয়ারম্য়ান আলমগির শেখ জানান যে, মজিদের মৃত্যুতে সারা দেশ শোকাহত। তিনি বলেন, ‘ওর মধ্যে বিস্তর প্রতিভা ছিল। এত কম বয়স। ওর কাছ থেকে আমাদের বিপুল প্রত্যাশা ছিল। আশা করেছিলাম পাকিস্তানকে অনেক গৌরব এনে দেবে ও।’
For all the latest Sports News Click Here