আড়াই কোটি টাকা নিয়ে ফেরত দেননি! আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে জারি ওয়ারেন্ট
আইনি বিপাকে অভিনেত্রী আমিশা প্যাটেল। জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় আমিশা প্যাটেল ও তাঁর ব্যবসায়ীক সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করল রাঁচির সিভিল কোর্ট। জানা যাচ্ছে, এই মামলায় সমন পাঠানো সত্ত্বেও আমিশা কিংবা তাঁর আইনজীবী কেউই আদালতে উপস্থিত ছিলেন না, সেকারণে অসন্তোষ প্রকাশ করেছে রাঁচি সিভিল কোর্ট।
আমিশা প্যাটেলের বিরুদ্ধে এই প্রতারণার মামলা দায়ের করেছিলেন রাঁচি হারমু জেলার বাসিন্দা অজয় কুমার সিং। যিনি কিনা একজন প্রযোজক। তাঁর অভিযোগ অনুযায়ী, আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবির জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁর দাবি, তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি। অজয় কুমার সিং-এর দাবি আমিশা ও তাঁর ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন ছবিটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি আসল ফেরত পাবেন। বারবার দেরি হওয়ার পর, আমিশা অজয় কুমার সিংয়ে ২০১৮ সালের অক্টোবরে ২.৫ কোটি এবং ৫০ লক্ষ টাকার দুটি চেক দিয়েছিলেন, যা বাউন্স হয়ে যায়। এরপরই আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-মেয়েকে নিয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে প্রিয়াঙ্কা, অবাক দৃষ্টিতে সব দেখল ছোট্ট মালতী
এদিকে জালিয়াতি এবং চেক বাউন্সের মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৫ এপ্রিল ধার্য করা হয়েছে। ওইদিন আমিশা ও ক্রুণাল রাঁচি সিভিল আদালতে উপস্থিত থাকেন কিনা সেটাই দেখার। এদিকে ওয়ারেন্ট জারি হওয়ার পর এই বিষয়ে আমিশা প্যাটেল, তাঁর ব্যবসায়ীক সঙ্গী ক্রুণাল কিংবা তাঁদের আইনজীবীদের তরফেও এখনও কোনও বক্তব্য সামনে আসেনি।
For all the latest entertainment News Click Here