আজ রণবীর-আলিয়ার বিয়ে, মেহেন্দি অনুষ্ঠান কেমন হল? সংগীতের প্লে-লিস্টে থাকল এই গান
আর কোনও জল্পনা নয়, বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বুধবার নিজের মুখে সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন নীতু কাপুর। বারবার একই প্রশ্ন শুনে বিরক্ত রণবীরের মা। শেষমেষ বলেই ফেললেন, ‘হ্যাঁ, কালকেই বিয়ে হচ্ছে রণবীর-আলিয়ার, এবার থামো তোমরা’। তিনি আরও জানান রণবীরের বান্দ্রার বাড়ি, বাস্তুতেই হবে বিয়ের অনুষ্ঠান।
গ্র্যান্ড বিয়ের অনুষ্ঠানের আগে বুধবার ছিল রণবীর-আলিয়ার মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান। একমাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। ‘রালিয়া’র প্রাক-বিয়ের আসর রীতিমতো জমিয়ে দিল করিনা, করিশ্মাদের উপস্থিতি।
রণবীর-আলিয়ার বিয়ের যাবতীয় অনুষ্ঠান হচ্ছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। অতিথিদের জন্য রয়েছে বেশ কিছু প্রোটোকল। ভিতরের ছবি কোনওভাবেই ফাঁস করা যাবে না, এমন নাকি শর্ত দিয়েছেন তারকা জুটি। হাতেগোনা অতিথিদের উপস্থিতিতে রালিয়ার বিয়ের অনুষ্ঠান হলেও জাঁকজমকের কোনও কমতি থাকছে না। পঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করছেন দুজনে। তাই সংগীত-মেহেন্দি অনুষ্ঠানে থাকল পঞ্জাবি গানের ছোঁয়া। একাধিক হিট পঞ্জাবি গান বেজেছে অনুষ্ঠানে, এর মধ্যে ছিল আলিয়ার ‘রাজি’ ছবির ‘দিলবারো’ গানটিও।
মেহেন্দিতে কেমন সেজেছিলেন রণবীর বা আলিয়া, তা জানা যায়নি। তবে বাকিরা কেমন সাজল সেই ঝলক কিন্তু প্রকাশ্যে। ভায়ের প্রাক বিয়ের অনুষ্ঠানে হলুদ সালোয়ার-কামিজে ঝলমলে করিশ্মা, করিনা বাছলেন সাদা রঙ। সাদা লেহেঙ্গা-চোলিতে সাজলেন বোবো।
বহুরানি আলিয়াকে নিয়ে বিয়ের মত্র কয়েক ঘন্টা আগে নীতু কাপুর বললেন, ‘আলিয়া খুবই মিষ্টি আর সুন্দর একটা মেয়ে। ও সেরা আর কী … ভগবান ওদের মঙ্গল করুক।’ প্রসঙ্গত, সামনেই প্রয়াত ঋষি কপূরের মৃত্যুবার্ষিকী। জানা যাচ্ছে বুধবার প্রয়াত তারকার জন্য বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য. ২০২০ সালের ৩০শে এপ্রিল ক্যানসার যুদ্ধে হেরে যান ঋষি কাপুর, পরিবারে এমন দুর্ঘটনা না ঘটলে ২০২০ সালেই হয়ত বিয়ের পর্বটা সেরে ফেলতেন রণবীর-আলিয়া।
For all the latest entertainment News Click Here