আজ ডু অর ডাই ম্যাচে সুযোগ পাবেন পৃথ্বী? জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আটকে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ভারত। লখনউয়ে লো স্কোরিং ম্যাচে ১ বল হাতে থাকতেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। তবে সেই ম্যাচের পিচ নিয়ে বিতর্ক চলছেই। সিরিজের সমতা ফেরালেও ভারতীয় দল গত ম্যাচে মাত্র ১০০ রান তুলতে গিয়ে যে পরিস্থিতর মধ্যে পড়েছে তা সত্যি চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
গত ম্যাচের সব ভুল ভ্রান্তি দূর করে সিরিজ পকেটে তুলে নিতে মরিয়া হার্দিক পান্ডিয়ার দল। আমদাবাদে দুই দলের কাছেই মাস্ট উইন ম্যাচ। যে দল ম্যাচ জিতবে সে সিরিজ পকেটে তুলবে। স্বাভাবিক ভাবেই এই ম্যাচে কেউ একে অপরকে ছেড়ে কথা বলবে না। সিরিজ জিততে মরিয়া দুই দলই। এখনও পর্যন্ত সিরিজ ১-১ থাকায় দুই দলের কাছেই জয়ের সুযোগ রয়েছে। এখন এটাই দেখার কার ভাগ্যে খেতাব জোটে।
অপরদিকে ওডিআই সিরিজ জেতায় এই সিরিজ জেতার খিদে অনেকটাই বেশি নিউজিল্যান্ড শিবিরের। ভারত ছাড়ার আগে অন্তত একটি খেতাব পকেটে তুলতে চায় তারা। তবে ভারত কোনও ভাবেই যে ছেড়ে দেবে না তা বলার অপেক্ষা রাখে না। গত ম্যাচ জেতায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। শুধু তাই নয়, গত ম্যাচে পিচ নিয়ে মুখ খোলায় ভারত অধিনায়ক। আমদাবাদে তেমন যে হবে না সেটা বলা যেতেই পারে। একই সঙ্গে হোম অ্যাডভান্টেজ পাবে ভারত। সব দিক থেকে দেখতে গেলে এই ম্যাচেও এগিয়ে নামছে টিম ইন্ডিয়া।
গত ম্যাচে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করে। এই ম্যাচেও সেই একই বোলিং লাইনআপকেই দেখা যেতে চলেছে। গত ম্য়াচের দলকেই এই ম্যাচে রাখা হতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। সিরিজের শেষ ম্যাচে সম্ভবত পৃথ্বী শ’কে সুযোগ দেবেন না রাহুল দ্রাবিড়। উইনিং কম্বিনেশন না ভেঙেই আমদাবাদে সিরিজ পকেটে পুরতে চাইছে টিম ইন্ডিয়া।
অন্যদিকে নিউজিল্যান্ড শিবির প্রথম ম্যাচে জেতায় সিরিজে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ফের আটকে যায় মিচেল সান্টনারের দল। সিরিজ জিততে হলে আমদাবাদে জিততেই হবে কিউই ব্রিগেডকে। তবে সেটা যে বেশ কঠিন তা ভালো করেই জানেন তারা। কারণ সিরিজ জিততে ভারত নিজেদের সেরেটা দেবে। পাশাপাশি ঘরের মাটিতে কোনও ভাবেই সিরিজ হাতছাড়া করতে চাইবে না মেন ইন ব্লু। তাই এই ম্যাচে নিজেদের সেরা একদশ নামাতে মরিয়া নিউজিল্যান্ড শিবির।
এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক-
ভারত: শুভমন গিল, ইশান কিষাণ, রাহুল ত্রীপাঠি, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, শিভম মাভি, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চাম্পম্যান, গ্লেন ফিলিপ্স, মিচেল ব্রাকওয়েল, মিচেল সান্টনার (অধিনায়ক), ইশ সোধি, জেকব ডাফি, ব্লেয়ার টিকনার।
For all the latest Sports News Click Here