আজব কাণ্ড! ট্রেনের মধ্যেই যোগ দিবস পালনে মগ্ন যাত্রীরা, দেখুন ভাইরাল ভিডিয়ো
ভোপাল নিউ দিল্লির বন্দে ভারত ট্রেনের অনেকেই বুধবার, ২১ জুনের সকালে এক অনন্য দৃশ্যের সাক্ষী রইলেন। চলন্ত ট্রেনেই যোগ দিবস পালন করলেন অনেক যাত্রীরা। আজ নবম যোগ দিবস পালিত হচ্ছে গোটা বিশ্বজুড়ে। আর সেই উপলক্ষ্যে এই বিশেষ দিনই এভাবেই পালন করলেন তাঁরা। দেশের বিভিন্ন প্রান্তে তো যোগ দিবস পালিত হচ্ছেই। কিন্তু তাই বলে ট্রেনের মধ্যে! এও সম্ভব! হ্যাঁ, তেমনটাই তো অন্তত করে দেখালেন এই ট্রেনের একদল যাত্রীরা।
পিটিআইয়ের তরফে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ট্রেনের দুপাশের সিটের মাঝে যে লম্বা অংশ থাকে চলাফেরার জন্য সেখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন অনেকেই। সামনে থেকে এক ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নির্দেশ অনুসারেই সকলে যোগব্যায়াম করছেন।
একদিকে যখন কিছু যাত্রী মাথার উপর হাত তুলে, নমস্কারের ভঙ্গিতে যোগব্যায়াম করছেন তখন কিছু মানুষ তাঁদের সেই কাণ্ড মুঠোফোনে বন্দি করে রাখলেন। বাকিরা সকলেই অবাক চোখে দেখলেন তাঁদের এই কাণ্ড এবং উদ্যোগ।
তবে এই ভিডিয়ো কিন্তু নেটিজেনদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ কেউ তাঁদের এমন উদ্যোগ নেওয়ার জন্য প্রশংসা করেছেন। কেউ আবার কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন ‘আমি হলফ করে বলতে পারি এঁদের মধ্যে ৮০ শতাংশ মানুষই অর্ধেক দিন ব্যায়াম না করে স্রেফ খেয়ে ঘুমিয়েই কাটিয়ে দেন। একদিন ব্যায়াম করে কী হবে?’ আরেকজন লেখেন, ‘আশা করি তাঁরা তাঁদের এই কাণ্ডকারখানা দিয়ে ঘুমন্ত সহযাত্রীদের বিরক্ত করেননি।’ অন্য এক ব্যক্তি খোঁচা দিয়ে বলেন, ‘আজ যদি কোনও মুসলিম ট্রেনে এভাবে নামাজ পড়তেন তাহলে?’
প্রসঙ্গত কেবল বন্দে ভারতে যে এভাবে যোগ দিবস পালিত হচ্ছে তেমনটা নয়। দেশের বিভিন্ন প্রান্তে এই বিশেষ দিনের উদযাপন চলছে। বিএসএফ জওয়ান থেকে, ভারতীয় সেনা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দিবস পালন করেছেন। মহারাষ্ট্রে মহিলারা শাড়ি পরেই এদিন যোগব্যায়াম করেন। বিএসএফের সারমেয়রা পর্যন্ত যোগ দেয় এদিনের অনুষ্ঠানে।
For all the latest entertainment News Click Here