আজকের প্রেক্ষাপটে কাদম্বরী দেবীর গল্প? চার বছর পর বড় পর্দায় ফিরছেন সাবিত্রী
বয়স যে শুধু একটা সংখ্যা তা বারবার প্রমাণ করে দেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ৮৫ বছর বয়সেও দাপটের সঙ্গে মেগা সিরিয়ালে কাজ করছেন। ‘ধুলোকণা’য় লালান-ফুলঝুরিদের আগলে রাখেন বটবৃক্ষ হয়ে। তবে রুপোলি পর্দায় দীর্ঘদিন দেখা যাচ্ছে না তাঁকে। ২০১৮ সালে ‘মাটি’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল তাঁকে। অবশেষে বড়পর্দায় কামব্যাক করছেন বর্ষীয়ান অভিনেত্রী। সৌজন্যে পরিচালক শর্মিষ্ঠা দেবের নতুন ছবি ‘কাদম্বরী আজও’।
কাদম্বরী- এই নামটা শুনলেই বাঙালি মন আজও কৌতুহলী হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ও তাঁর নতুন বৌঠান ‘কাদম্বরী’কে ঘিরে চোরা প্রেমের রসালো গল্প বাঙালি আজও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। কিন্তু কাদম্বরীর একাকীত্ব, চাপা অভিমান, না-পাওয়ার ঘূর্ণাবর্তে ক্রমশ তলিয়ে যাওয়া- এসব নিয়ে কখনই খুব বেশি চর্চা হয়নি। কাদম্বরী ঠাকুরবাড়ির এক উপেক্ষিত নারী হয়েই থেকে গিয়েছিলেন। আজকের দিনেও ঘরে ঘরে চোখে পড়ে এমন উপেক্ষিত নারী। তেমনই এক কাদম্বরীর গল্প বলবেন পরিচালক। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ছোট পর্দার ‘ইন্দ্রাণী’ অঙ্কিতা চক্রবর্তী। একালের এই কাদম্বরী ঝকঝকে, স্মার্ট, আপাত দৃঢ়চেতা। কিন্তু মনটা? কবির নতুন বৌঠানের সঙ্গে ছবির কাদম্বরীর কতটা মিল?
পরিচালক শর্মিষ্ঠা দেব জানিয়েছেন, ‘খুব সোজাসাপ্টা সম্পর্ক নেই, তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর স্বাবলম্বী কাদম্বরীদের মধ্যেও যে তারই ছায়া,এই ছবি তারই কথা বলে।’ আরও পড়ুন- বিশাল ভরদ্বাজের ডার্ক থ্রিলারে তাবু, আলি ফজল,বাঙালির নজরে বাঁধন
এই ছবিতে কাদম্বরীর (অঙ্কিতা চট্টোপাধ্যায়) ঠাকুমার চরিত্রে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। চরিত্রটি অত্যন্ত রোমাঞ্চকর। সাবিত্রী চট্টপাধ্যায়ের চরিত্র নিয়ে খুব বেশি মুখ খুলতে চান না পরিচালক। অমিতাভ ভট্টাচার্যকেও অনেকবছর পর আবার ছবিতে দেখা যাবে। একজন লেখকের ভূমিকায় তিনি অভিনয় করেছেন।
সেকালের কাদম্বরী বিষ খেয়ে মুক্তি খুঁজছিলেন। একালের কাদম্বরী কীভাবে নিজের মুক্তি খুঁজবেন? সেই নিয়েই ছবি ‘কাদম্বরী আজও’। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ সরকার, বিশ্বজিত চক্রবর্তী, রুমকি চট্টপাধ্যায় প্রমুখ। প্রযোজনার দায়িত্বে রয়েছে আদ্যা মা প্রোডাকশন হাউস। আরও পড়ুন- ‘আজকের রাতটা আমার সঙ্গে জেগে থাকো’, শ্রীজাতর জন্যই প্রথমবার রামপ্রসাদী গান গাইলেন অরিজিৎ
মূলত কলকাতা ও উত্তরবঙ্গে হয়েছে এই ছবির শ্যুটিং। বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এই ছবি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here