‘আজকাল এসব বলা উচিত নয়’, নিজেকে ‘উদারপন্থী, বামপন্থী’ বলে উল্লেখ করেছেন সইফ
আসন্ন সিনেমা ‘বিত্রম বেদা’য় পুলিশের চরিত্রে দেখা যাবে অভিনেতা সইফ আলি খানকে। কিন্তু এই চরিত্রের চিন্তাভাবনা এবং নীতির সঙ্গে একমত নন পতৌদি নবাব, সম্প্রতি এক সাক্ষাৎতকারে সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি।
ছবিতে সইফকে এনকাউন্টার স্পেশালিস্ট বিক্রমের চরিত্রে দেখা গিয়েছে। হৃতিক রোশন একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির আগে সইফ বলেছেন, সিনেমায় এনকাউন্টার করাটা তাঁর কাছে অস্বস্তিকর। উদার দৃষ্টিভঙ্গির পাশাপাশি নিজেকে একজন বামমনস্ক ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন। আরও পড়ুন: নুসরত, শুভশ্রী, রাইমা থেকে মিমি- বিনা মেকআপে টলি নায়িকাদের দেখতে কেমন? রইল ছবি
তামিল হিট ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এই ছবি। তামিল হিট ‘বিক্রম বেদা’তে আর মাধবন এবং বিজয় শেতুপতি অভিনয় করেছিলেন। তামিল ছবির পরিচালনার পাশাপাশি হিন্দির ছবির পরিচালকের আসনে পুষ্কর এবং গায়ত্রী। ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘বিক্রম বেদা’। আরও পড়ুন: Vikram Vedha: বিজয় সেতুপতির মতো ‘অভিনয় করার কথা’ স্বপ্নেও ভাবেন না হৃতিক! খোলসা করলেন নিজেই
একজন ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ সম্পর্কে বলতে গিয়ে সইফ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘একসময় মাফিয়াদের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তখন এই শহুরে কিংবদন্তি ছিল যাকে আমরা দেখাব যে ‘অপরাধী’ সত্যিকার অর্থে পালানোর চেষ্টা করেছিল, পরে দেখানো হবে, পালানোর চেষ্টা করে এবং তাকে গুলি করতে বাধ্য হই। একে বলা হয় ‘এনকাউন্টার’, ‘ফেক এনকাউন্টার’। এটা এক ধরনের ভয়ঙ্কর বিচার। আমি নিশ্চিত এটা সম্পূর্ণ বেআইনি। তবে এটি সিনেমায়ও বেশ বিরক্তিকর, এবং এটি আমার চরিত্রের মতো। তিনি নিশ্চিত যে তিনি একজন ভালো লোক, কারণ (তিনি মনে করেন) এটি প্রয়োজনীয়।’ আরও পড়ুন: অষ্টমীতে কেমন সাজবেন? ট্রাই করাই যায় ছিমছাম অথচ আভিজাত্যে পূর্ণ জেসমিনের এই লুক
অভিনেতা আরও বলেন, ‘আমি অনেক বেশি… সম্ভবত কিছুটা বামপন্থী, আমি মনে করি… আমি জানি না, আমার সম্ভবত আজকে এই জিনিসগুলি আর বলা উচিত নয়। তবে হ্যাঁ, আমি সত্যিই উদার এবং সহজবোধ্য, এবং আমি মনে করি প্রত্যেকেরই বিচারের উপরে ন্যায্য বিচারের অধিকার রয়েছে। সন্দেহভাজন অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করার পক্ষে নই আমি, যা আমার চরিত্রটি করতে ভালোবাসে বলে মনে হয়,’ সাইফ আরও ব্যাখ্যা করেছেন যে কীভাবে তিনি তার চরিত্রের থেকে ‘বেশ ভিন্ন’।
এই ছবিতে পুলিশ ইনসপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হল গ্যাংস্টার বেদা-কে হত্যা করা। কিন্তু শুভ আর অশুভের এই লড়াইয়ে দুজনে মুখোমুখি হওয়ার পর কেমনভাবে গ্যাংস্টার বেদা পালটে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি- সেই নিয়ে এগোবে ছবির গল্প। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।
For all the latest entertainment News Click Here