আজও পূরণ হয়নি নওয়াজ-এর বহু দিনের এই স্বপ্ন, ‘২০২২ এও তা হবে বলে মনে হয় না’
এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম অভিনেতাদের তালিকার মধ্যে অন্যতম নাম নওয়াজউদ্দিন সিদ্দিকি-র। বড়পর্দা হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, সব জায়গাতেই নিজের সাম্রাজ্য বিস্তার করে চলেছেন নওয়াজ। এতটাই সেই কাজের ব্যস্ততা ছিল যে মাসের পর মাস দুবাইয়ে নিজের স্ত্রী ও দুই সন্তানের কাছেও ঠিকমতো পৌঁছতে পারতেন না তিনি। গত বছরই নিজের কাজের ব্যস্ততার প্রসঙ্গ উঠলে এ জনপ্রিয় বলি-অভিনেতা জানিয়েছিলেন ২০২২ সাল থেকে তিনি একটু কম কাজ করবেন। তবে হালফিলে নওয়াজের কেরিয়ারের যা অবস্থা, সেইদিকে তাকালে স্পষ্ট টের পাওয়া যাবে নিজের সেই ইচ্ছা তিনি এই বছর অন্তত পূরণ করতে পারবেন না।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ উঠলে নওয়াজ বলেছেন, ‘আমার মনে রয়েছে ২০২১ সালে কী বলেছিলাম। বিশ্বাস করুন, অনেক প্রস্তাব গ্রহণও করিনি। তা সত্বেও হাতে ৪-৫টি ছবির কাজ রয়েছে। আসলে মুশকিলটা কী জানেন যখনই ভালো কোনও গল্প শুনি ভিতর ভিতর দারুণ উৎসাহিত হয়ে পড়ি। আমার পক্ষে তখন ওই ছবিতে কাজ করব না বলাটা ভারি মুশকিল হয়ে যায়। তার উপর যখন দেখি সেই ছবির চিত্রনাট্যে আমাকে প্রস্তাব দেওয়া চরিত্রটি গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি নানান পরত রয়েছে, গভীরতা রয়েছে এবং সেই সুবাদে পর্দায় নিজেকে অন্যভাবে পেশ করার সুযোগ পাব তখন হ্যাঁ বলা ছাড়া উপায় থাকে না। নিজেকে স্রেফ আত্মসমর্পণ করে দিই।’
নওয়াজ আরও জানিয়েছেন যে আদতে তাঁর শিল্পী মন-ই তাঁকে চুপ করে বসে থাকতে দিতে চায় না। ‘ব্রেক’ নেওয়ার ক্ষেত্রে বাধা হয় দাঁড়ায়। অভিনেতার কথায়, ‘যখনই আমি কোনও ছবির সেটে ঢুকে পড়ি মেজাজটাই ভীষণ খুশ হয়ে যায়। অনেককেই দেখি কাজের মাঝে ছুটি নিয়ে পাহাড়ে কিংবা সমুদ্র সৈকতে ঘুরতে চলে যাচ্ছে আমার সত্যিই সেসব দরকার হয় না। কাজ করতে থাকলেই বরং আমি ভালো থাকি। কাজের মধ্যেই অন্তরের শান্তি খুঁজে পাই।’
চলতি বছর, ‘হিরোপান্তি ২’, ‘টিকু ওয়েডস শেরু’, ‘অদ্ভুত’, ‘নূরানি চেহারা’-র মতো একাধিক বিগ বাজেটের প্রজেক্ট রয়েছে নওয়াজের হাতে।
For all the latest entertainment News Click Here