‘আজও ক্রাশ বলতে একটাই নাম বুঝি…’ শাহরুখ ভক্ত মধুর মুখে কিং খান জপ!
শাহরুখ (Shah Rukh Khan) ভক্ত থুড়ি অভিনেত্রী মধু (Madhoo) সম্প্রতি জানালেন তিনি কেবলই শাহরুখের ভক্ত নন, বরং তিনি তাঁর সব থেকে বড় ভক্ত। এমনকি অভিনেতার উপর নাকি তাঁর ক্রাশ আছে। কিন্তু একজন মানুষ তিনি যতই সুপারস্টার হন না কেন আদতে তো মানুষই। তাঁর সব কাজ নিখুঁত হবে, সব ছবি হিট হবে এমন তো কোনও কথা নেই। তাই শাহরুখের যখন কোনও খারাপ কাজ দেখেন তিনি তখন কী মনে হয় তাঁর। একটি সাক্ষাৎকারে মধু বলেন শাহরুখের কোনও ছবি যখন বক্স অফিসে খারাপ ব্যবসা করে বা কোনও ছবিতে খারাপ অভিনয় করেন তবুও তিনি ঈশ্বরতুল্য থাকবেন তাঁর কাছে।
দীর্ঘ চার বছর পর পাঠান ছবির মাধ্যমে পর্দায় ফিরে এলেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে দেখা গিয়েছিল। চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় এই ছবি। বক্স অফিসে ১০০০ কোটি টাকার উপর রোজগার করে এই ছবি।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধু বলেন, ‘যখনই কেউ ক্রাশের কথা বলে তখন তাঁর সবার আগে যে নামটা মনে পড়ে সেটা হল শাহরুখ খান। তাঁর ক্যারিশমা, তাঁর স্ক্রিন প্রেজেন্স সবটাই আমার ভালো লাগে। আমি ওঁর সব থেকে বড় থেকে ভক্ত। এমনকি ওঁর ছবি ফ্লপ করলেও, বক্স অফিসে ভালো না চললেও আমার কাছে উনি ভগবান।’
তাঁর সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? কারও সঙ্গে কি তাঁর বিশেষ যোগাযোগ আছে? এই বিষয়ে তিনি বলেন, ‘অল্প বয়সী ছেলেমেয়েরা ছোটখাটো জিনিসেই মুগ্ধ হয়। ওদের ভালো লাগে, খারাপ লাগে, সম্পর্ক হয় ভেঙে যায়, মেকআপ করে, ইত্যাদি। এগুলো একটা সময় পর্যন্ত জীবনে ঘটে। আমার মনে কোনও ব্যথা নেই। কোনও যন্ত্রণা নিয়ে আমি পথ চলি না। আমি কেবল শিক্ষা নিই। আর সেই কারণেই আমি ঠিক করেছি বিনোদন জগতের কারও সঙ্গে আমি বিয়ে করব না। আমি ভীষণ পসেসিভ। তাই কোনও অভিনেতাকে আমি বিয়ে করতে পারব না।’
ফুল অর কাঁটে ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রেখেছিলেন। এই ছবিতে তাঁর বিপরীতে অজয় দেবগনকে দেখা গিয়েছিল। ১৯৯১ সালে মুক্তি পায় এই ছবি। ওত্তায়াল পাত্তালাম ছবির মাধ্যমে মালায়লাম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। এখানে তাঁর বিপরীতে মুকেশকে দেখা গিয়েছিল। মণি রত্নমের কালজয়ী ছবি রোজায় দেখা গিয়েছিল তাঁকে। কভি সোচা ভি না থা ছবির মাধ্যমে তিনি বিরতি কাটিয়ে আবার ২০০৮ সালে কামব্যাক করেন।
মধুকে সম্প্রতি শকুন্তলাম ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। এছাড়া এখানে দেখা গিয়েছে দেব মোহন, গৌতমী, প্রমুখকে।
For all the latest entertainment News Click Here