আজই সাফজয়ী ভারতীয় তারকার নাম ঘোষণা করবে মোহনবাগান? তুঙ্গে ‘মোটিভেশন’ জল্পনা
আজই কি আনুষ্ঠানিকভাবে আনোয়ার আলির নাম ঘোষণা করবে মোহনবাগান সুপার জায়েন্টস? শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানের একটি পোস্ট ঘিরে সেই জল্পনা তুঙ্গে উঠেছে। যে আনোয়ারের জন্য চলতি বছরের শুরু থেকেই ঝাঁপিয়েছিল মোহনবাগান। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় দলের তারকা ডিফেন্ডারকে দলে নেওয়ার বিষয়টি সবুজ-মেরুন ব্রিগেড ঘোষণা করতে পারে বলে কানাঘুষো শুরু হয়েছে। যদিও মোহনবাগান কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের ধারণা, মোহনবাগান ক্লাবের তরফে আপাতত কিছু জানানো হবেও না। আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্যই মোহনবাগান সমর্থকদের অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: Mohun Bagan’s new logo: পালতোলা নৌকায় ফিরল ১৮৮৯! ATK মুছে নয়া লোগো প্রকাশ করল মোহনবাগান
শনিবার রাতে মোহনবাগানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ১৬ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘রবিবার অনুপ্রেরণা (মোটিভেশন) আসছে। এখানে নজর রাখুন।’ আর ভিডিয়োয় লেখা ছিল, ‘তুমি কত জোরে ধাক্কা দিচ্ছ, সেটা বড় বিষয় নয়। বিষয়টা হল, তুমি কতটা ধাক্কা সইতে পারবে এবং এগিয়ে যেতে থাকবে।’ আর ভিডিয়োর একেবারে শেষলগ্নে ‘মোহনবাগান, মোহনবাগান’ স্লোগান তোলা হয়েছে।
আরও পড়ুন: ডার্বি নিয়ে তৈরি হল জট, ১২ অগস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে আপত্তি মোহনবাগানের
অর্থাৎ ওই পোস্টে সরাসরি আনোয়ারের বিষয়ে একটিও শব্দ খরচ করা হয়নি। তবে তাতে অবশ্য জল্পনা থামেনি। এক নেটিজেন বলেন, ‘মোটিভেশন বা অনুপ্রেরণা যখন বলা হয়েছে, তখন নিশ্চিতভাবে আনোয়ার আলির (নাম ঘোষণা করা হবে)।’ উল্লেখ্য, বছরকয়েক আগে (২০২০ সাল) ধরা পড়েছিল যে হৃদপিণ্ডের বিরল রোগে আক্রান্ত আনোয়ার। সেইসময় তাঁকে প্রতিযোগিতামূলক ফুটবল না খেলার পরামর্শও দেওয়া হয়েছিল। ভারতের অন্যতম প্রতিভাবান ডিফেন্ডারের স্বপ্ন একধাক্কায় ভেঙে গিয়েছিল। তবে সেখানে থেমে থাকেননি। লড়াই করে ২০২১ সালেই প্রতিযোগিতামূলক ফুটবল খেলার ছাড়পত্র পেয়ে যান। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আনোয়ারকে। ভারতের সদ্য সাফ চ্যাম্পিয়ন দলেও ছিলেন তারকা ডিফেন্ডার।
অনেকের তো ধারণা, মোহনবাগান যে ‘তুমি কত জোরে ধাক্কা দিচ্ছ, সেটা বড় বিষয় নয়। বিষয়টা হল, তুমি কতটা ধাক্কা সইতে পারবে এবং এগিয়ে যেতে থাকবে’ লাইন ব্যবহার করেছে, তা তো ডিফেন্ডারদের ক্ষেত্রেই প্রয়োজ্য হবে। কারণ বিপক্ষের আক্রমণের ঢেউ সামলে নিজের দলকে আক্রমণে নিয়ে যান ডিফেন্ডাররা। আর আনোয়ার যেহেতু বড় ধাক্কা সামলে মাঠে ফিরেছেন, তাই তাঁর ক্ষেত্রে সেই বিষয়টি আরও প্রয়োজ্য হবে। তাই থেকেই সম্ভবত এক নেটিজেন আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘আনোয়ার আলি এবার মেরিনার্স (মোহনবাগানের খেলোয়াড়) হচ্ছেন।’
For all the latest Sports News Click Here