আচরণগত সমস্যার কারণে বিগ ব্যাশ থেকে বহিষ্কৃত আফগান পেসার ফজলহক ফারুকি
শুভব্রত মুখার্জি: আচরণগত সমস্যার কারণে টি-২০ ফ্রাঞ্চাইজি লিগ থেকে বহিষ্কার আফগান তারকা পেসার! আচরণগত সমস্যার কারণে অস্ট্রেলিয়ার জনপ্রিয় লিগ বিগ ব্যাশ থেকে বহিষ্কার হতে হয়েছে আফগান বাহাতি ফজলহক ফারুকিকে। গোটা বিশ্ব জুড়ে টি-২০ ফ্রাঞ্চাইজির লিগে এমন ঘটনা বিরল বললেই চলে। আচরণগত সমস্যার কারণে বিগ ব্যাশের চলতি আসরের মাঝপথেই শেষ হয়ে গেল আফগান পেসার ফজলহক ফারুকি। তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে ফ্রাঞ্চাইজি সিডনি থান্ডার্স।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তরফে বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে গত বৃহস্পতিবার একটি ঘটনার পর ফারুকির আচরণের বিষয়ে অভিযোগ পায় সিডনি থান্ডার্স। ক্রিকেট অস্ট্রেলিয়ার সততা ইউনিট বিষয়টি নিয়ে তদন্ত করে। সেই তদন্ত শেষে শুনানি হয়েছে। এরপর কমিশনারের দেওয়া রায়ের পর চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিডনি।
যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বলা যায় আপাতত বিষয়টির খুঁটিনাটি গোপন রাখা হয়েছে সিএ’র তরফে। তাঁদের তরফে জানানো হয়েছে বিষয়টি নিয়ে আগামীতে কোনও মন্তব্য করবে না তাঁরা। ইএসপিএন ক্রিকইনফোর দেওয়া তথ্য অনুযায়ী ফারুকির ঘটনার সঙ্গে পুলিশের কোনও যোগ নেই।
ক্রিকেট নিউসাউথ ওয়েলসের সিইও লি জারমন জানিয়েছেন ‘ফারুকি যে আচরণ করেছে তা আমাদের নীতি বিরুদ্ধ। আর সেই কারণেই তাঁর চুক্তি বাতিল করা হয়েছে। এখন আমাদের ফোকাস হল ওই ঘটনার যারা শিকার তাঁদের প্রয়োজনীয় সাহায্য করা।’ ফারুকির বিকল্প হিসেবে কোনও ক্রিকেটারকে এখনও নেয়নি থান্ডার্স। উল্লেখ্য ইংলিশ পেসার ডেভিড উইলি টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার পর গত মাসে ফারুকির সঙ্গে চুক্তি করেছিল সিডনি। তাঁদের হয়ে চলতি আসরের চার ম্যাচের সবকটিতেই খেলে ৫ উইকেট নেন ফারুকি।
For all the latest Sports News Click Here