আচমকা কমল দেব-রুক্মিণী জুটির TRP, হাড্ডাহাড্ডি লড়াই দিদি নম্বর ১ ও সারেগামাপা-র
টিআরপির লড়াই পুরোদস্তুর জমে উঠেছে! প্রতি সপ্তাহেই অঙ্কের এই খেলা বদলে যায়। প্রতিপক্ষকে টেক্কা দিতে রোজই নিত্য-নতুন চমকের পরিকল্পনায় কষতে থাকে নির্মাতারা। বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো-এর মুকুট কে পাবে? এই নিয়ে জোর টেক্কা স্টার জলসার এবং জি বাংলার নন-ফিকশন শো’গুলোর মধ্যে। এই সপ্তাহে জয়ের শেষ হাসি ফুটল জি বাংলার মুখে।
১২ বছর ধরে বাঙালির মনে রাজত্ব করছেন রচনা। তাঁর ম্যাজিক এতটুকুও ফিকে হয়নি। এই সপ্তাহে ফের বুঝিয়ে দিলেন ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা। এই সপ্তাহে ৫.৫ রেটিং পয়েন্ট নিয়ে সেরা ‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকা এপিসোড। একটু পিছিয়ে থাকল সারেগামাপা। ৫.২ রেটিং নিয়ে নন-ফিকশনের তালিকায় দু-নম্বরে এই শো। অন্যদিকে স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র ৩’-র টিআরপি অনেকদিন পর একঝটকায় কমে পৌঁছে গেল ৪.৬-এ। কী কারণে দেব-রুক্মিণীর শো-এর এই হাল তা স্পষ্ট নয়। চলতি সপ্তাহেই সেমি ফাইনাল রাউন্ড ‘ডান্স ডান্স জুনিয়র’-এর ধীরে ধীরে ফাইনালের দিকে এগোচ্ছে এই শো, তার মাঝেই ঘটল বিপত্তি।
এক নজরে দেখে নিন নন-ফিকশন জঁরের টিআরপি তালিকা-
দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৫.৫)
সা রে গা মা পা (৫.২)
ডান্স ডান্স জুনিয়র ৩ (৪.৬)
দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৪.৭)
রান্নাঘর (১.০)
‘রান্নাঘর’-এর টিআরপি কোনভাবেই বাড়ছে না! এই সপ্তাহেও মাত্র ১.০ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সুদীপা চট্টোপাধ্যায়কে। নতুন বছরের শুরুতেই জি বাংলায় আসছে নতুন নন-ফিকশন শো ‘ঘরে ঘরে জি বাংলা’। যা সঞ্চালনার দায়িত্বে থাকছেন ইন্দ্রাণী হালদার। সোম থেকে শনি বিকাল ৪.৩০টের সময় অর্থাৎ রান্নাঘর-এর স্লটে সম্প্রচারিত হবে এই শো। অন্যদিকে জানুয়ারিতেই ‘ডান্স ডান্স জুনিয়র ৩’-এর জায়গায় স্টার জলসায় শুরু হবে ‘সুপার সিঙ্গার ৪’। চলছে অডিশন পর্ব।
For all the latest entertainment News Click Here