আচমকাই ‘রাজপুত্র’র দেখা, ফেরার বিমান ধরার আগে লারার পরামর্শ পেলেন বাংলার অভিষেক
অল্পের জন্য ভারতের বিশ্বকাপজয়ী অনুর্ধ্ব ১৯ দলে জায়গা মেলেনি। তবে অনুর্ধ্ব ১৯ দলে টিম ইন্ডিয়ার রিজার্ভদের মধ্যে ছিলেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল। ক্যারিবিয়ান থেকে অভিষেক ফিরছেন দুর্দান্ত অভিজ্ঞতা এবং কিংবদন্তি ক্রিকেটারদের পরামর্শের ঝুলি সঙ্গে নিয়ে।
গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক যশ ধুলসহ একগুচ্ছ ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় অভিষকসমেত পাঁচ ক্রিকেটারকে দেশ থেকে রিজার্ভ হিসাবে উড়িয়ে নিয়ে বিসিসিআই। খেলার সুযোগ আসেনি। তবে ফাইনালের আগে বিরাট কোহলির পরামর্শ পেয়েছেন, কথা হয়েছে দলের সঙ্গে থাকা ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও। এবার দেশে ফেরার পথে হঠাৎই আরেক কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে সাক্ষাৎ হল অভিষেকের।
ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল বিশ্বকাপ জিতে দেশে ফিরছে। আবার আইপিএল নিলামের আগে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফের সদস্য ব্রায়ান লারাও। ভাগ্যক্রমে লারার সঙ্গে বিমানবন্দরেই দেখা হয় অনুর্ধ্ব ১৯ তারকাদের। সেখানেই ‘ক্রিকেটের রাজপুত্র’র সঙ্গে কথা বলে দুই-একটা ছোট্ট টিপস পেয়েছেন বাংলার অভিষেক।
নিউজ18 বাংলাকে এক সাক্ষাৎকারে অভিষেক জানান লারা তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে ক্রিকেটটা উপভোগ করে খেলার পরামর্শ দিয়েছেন। বেশি বদল না করে নিজের টেকনিকে জোর দিয়ে উন্নতির কথাও বলেন উইন্ডিজ কিংবদন্তি লারা। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলা হয়নি, তবে সামনেই শুরু হতে চলা বাংলার রঞ্জি দলে সুযোগ পেয়েছেন ইশান পোড়েলের তুতো ভাই। সেখানে মনোজ, ইশানের পাশাপাশি নিজের জাত চেনাতে নিশ্চয়ই মরিয়া হবেন চন্দননগরের বাসিন্দা।
For all the latest Sports News Click Here