আচমকাই অসুস্থ ছোট পর্দার অভিনেত্রী, তড়িঘড়ি ভর্তি করতে হয় হাসপাতালে
আচমকাই অসুস্থ ছোট পর্দার অভিনেত্রী নবিকা কোটিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নবিকা। গত তিন ধরে তাঁর শরীর বিশেষ ভালো ছিল না। সব সময় চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
হাসপাতাল থেকেই ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছিলেন নবীকা। অনুরাগীদের জানিয়েছিলেন তাঁর অসুস্থতার কথা। তবে তাঁর ঠিক কী হয়েছে, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। নবীকার সহকর্মীরা তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।
বিগত কয়েক দিনের অভিজ্ঞতার কথা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন নবীকা। লিখেছেন, ‘বিগত তিন দিন শারীরিক ভাবে আমার কাছে খুবই কঠিন এবং ক্লান্তিকর ছিল। তবে আমাকে ঘিরেছিল আমার বন্ধুরা। ওদের পেয়ে আমি ধন্য।’
তাঁর সংযোজন, ‘আমার খেয়াল রাখার জন্য অনেক ধন্যবাদ। আমার পরিবারকেও খুব জ্বালিয়েছি। কিন্তু ওরা ধৈর্য হারায়নি। আমাকে ভালোবেসে গিয়েছে।’
দিন কয়েক আগেই ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা’য় কাজ শুরু করেছেন নবীকা। তাঁর চরিত্রের নাম মায়া।
ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দিন ধরে কাজ করছেন নবীকা। শ্রীদেবীর ‘ইংলিশ ভিংলিশ’-এও দেখা গিয়েছিল তাঁকে। এ ছাড়াও ‘বা বহু অউর বেবি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।
আপাতত ফের সেটে ফেরার অপেক্ষায় নবীকা। অনুরাগীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
For all the latest entertainment News Click Here