আগে হটস্টারে পয়সা দিয়ে খেলা দেখতে হতো, এখন একেবারে বিনামূল্যে কীভাবে দেখবেন IPL?
প্রতীক্ষার অবসান। শুক্রবার আর্থিক বছর শেষের দিনেই শুরু হচ্ছে আইপিএলের নতুন মরশুম। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে বসছে উদ্বোধনী ম্যাচের আসর। শুরুতেই লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ সামলাবে আইপিএলের সব থেকে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস।
সন্দেহ নেই যে, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করে থাকেন আইপিএলের জন্য। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তো বটেই। করোনার বাধা-বিপত্তি ডিঙিয়ে এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ফিরছে পুরনো হোম-অ্যাওয়ে ভিত্তিক ফর্ম্যাটে।
সুতরাং, এখন আর কোনও একটি বা কয়েকটি শহরে নয়, বরং সারা ভারতজুড়ে আইপিএলের উন্মাদনা ছড়িয়ে পড়বে পুনরায়। দেশের বিভিন্ন প্রান্তে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। তবে যাঁদের মাঠে গিয়ে সরাসরি খেলা দেখা সম্ভব হবে না, তাঁদের জন্যও রয়েছে সুখবর। কেননা এবার থেকে ল্যাপটপ, স্মার্ট টিভি, ট্যাব বা মোবাইলের স্ক্রিনে আইপিএলের ম্যাচ দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাও আবার 4K Resolution-এ।
আরও পড়ুন:- অঙ্কে ৫১, সোশ্যাল সায়েন্সে ৮১, IPL 2023-এর আগে ইন্টারনেটে ঝড় তুলল বিরাট কোহলির ক্লাস টেনের মার্কশিট
এতদিন আইপিএলের অনলাইন স্ট্রিমিংয়ের স্বত্ব ছিল ডিজনি প্লাস হটস্টারের হাতে। সুতরাং, মোবাইলে আইপিএলের লাইভ স্ট্রিম উপভোগ করতে হলে বার্ষিক বা মাসিক সাবস্ক্রিপশন ফি লাগত উপভোক্তাদের। বিনা পয়সায় খেলা দেখা যেত না। তবে আগামী ৫টি মরশুমের জন্য আইপিএলের অনলাইন স্বত্ব কিনে নিয়েছে ভায়াকম ১৮। সুতরাং এবার আইপিএলের ম্যাচ দেখা যাবে জিও সিনেমা অ্যাপে। উল্লেখযোগ্য বিষয় হল, তার জন্য কোনও সাবস্ক্রিপশন ফি লাগবে না। অর্থাৎ, খেলা দেখা যাবে সম্পূর্ণ বিনা পয়সায়।
জিও সিনেমা অ্যাপে আইপিএলের খেলা দেখার জন্য শুধুমাত্র জিও-র সিম ব্যবহার করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। বরং যে কোনও মোবাইল বা ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থার সিম থাকলেই চলবে। যদিও আগের মতোই টেলিভিশনে খেলা দেখাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
আরও পড়ুন:- IPL 2023: সুযোগ হচ্ছে না মাঠে নামার, বাধ্য হয়েই আইপিএলে ধারাভাষ্য দেবেন এই সব ‘অ্যাক্টিভ’ ক্রিকেটার
জিও সিনেমা এবার একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল থেকে খেলা দেখার সুযোগ দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের। অর্থাৎ, নিজের স্ক্রিনে ক্যামেরা অ্যাঙ্গেল বদল করে ম্যাচ দেখার সুযোগ পারেন দর্শকরা। করা যাবে জুম-ইনও। তাছাড়া বাংলা, হিন্দি, ইংরাজি, তামিল, তেলেগু, মারাঠি, মালায়লম, গুজরাটি, ভোজপুরি, ওড়িয়া, কান্নাড়া ও পঞ্জাবী ভাষায় ধারাভাষ্য শোনা যাবে ম্যাচের। দর্শকরা পছন্দমতো ভাষা বেছে নিয়ে ধারাভাষ্য উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের সময় বিনা পয়সায় খেলা দেখিয়ে বিপুল দর্শক টেনেছে জিও সিনেমা। এবার আইপিএলে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here