‘আগে বিয়ে কর, হানিমুনে গিয়ে…’, ভক্তকে উপদেশ দিলেন শাহরুখ
আপনি কি ২৫ জানুয়ারি নিয়ে করতে চলেছেন? এদিকে আবার বাদশাহের ভক্ত? ‘পাঠান’ না বিয়ে কোনটা আগে ভাবছেন? তাহলে দেখুন স্বয়ং শাহরুখ খান আপনার জন্য কোন বার্তা দিলেন?
২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’। এই ছবির হাত ধরেই দীর্ঘ ৪ বছর পর ফের পর্দায় ফিরতে চলেছেন কিং খান। যদিও এই বছর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে তাঁকে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। শনিবার, ১৭ ডিসেম্বর অভিনেতা টুইটারে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন করেন। আর সেখানেই তিনি তাঁর ভক্তদের করা সমস্ত প্রশ্নের উত্তর দেন। আর সেই উত্তর দিতে গিয়েই কিং কী বলে বসলেন জানেন? যাঁরা পাঠান যেদিন মুক্তি পাচ্ছে সেদিন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, তাঁদের জন্য একটা ছোট্ট উপদেশ দিলেন শাহরুখ। কী বললেন, দেখুন।
এক ভক্ত কিং খানকে বলেন, ‘স্যার আমি ২৫ তারিখ বিয়ে করছি। আপনি কি প্লিজ ছবিটা ২৬ জানুয়ারি মুক্তি করবেন? তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ।’ ভক্ত অনুরোধ করলেও। বাদশাহের কিন্তু বিশেষ ছবি মুক্তির দিন পিছানোর ইচ্ছে নেই। তিনি বললেন, ‘এক কাজ করো, তুমিই বরং ২৬ জানুয়ারি বিয়েটা করে ফেল। তাছাড়া ওইদিন তো ছুটিও আছে!’
আরেক ভক্ত লেখেন, ‘২৬ তারিখ বিয়ে ঠিক হয়ে গেছে। কী করব?’ এর উত্তরে শাহরুখ বলেন, ‘আগে বিয়ে করে নে, হানিমুনে গিয়ে ছবি দেখিস!’
অভিনেতা যে বরাবর এমনই মজার উত্তর দিয়ে থাকেন সে সবারই জানা। এবারও তার ব্যতিক্রম হল না। এদিন তিনি আরও একাধিক প্রশ্নের উত্তরেই এমন দারুন দারুন সব কথা বলেছেন। এক ব্যক্তি লেখেন, ‘পাঠান ছবির প্রথম দিন কেমন হবে? কী মনে হচ্ছে?’ উত্তরে অভিনেতা লেখেন, ‘আমি ভবিষৎ গণনার ব্যবসায়ে নামিনি এখনও। আমি তোমাদের সবাইকে বিনোদন দেওয়ার ব্যবসায়ে আছি, তোমাদের সবাইকে হাসি খুশি দেখতে চাই।’
অভিনেতা জানান যে তাঁর ছবির অফিসিয়াল ট্রেলার এবং দ্বিতীয় গান শীঘ্রই মুক্তি পেতে চলেছে। তিনি লেখেন, ‘পাঠানের জন্য আমরা সর্বত ভাবে চেষ্টা করছি।’
তবে ইতিমধ্যেই বিজেপি সহ একাধিক হিন্দু সংগঠন এই ছবি বয়কটের ডাক তুলেছে। তাঁদের দীপিকার পোশাক এবং তার রং নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে। অন্যদিকে উলেমা বোর্ডের তরফে বলা হয়েছে ছবির নাম পাল্টাতে। ফলে এই ছবি নিয়ে নানান বিতর্ক তৈর হয়েই চলেছে থামার নাম নেই। যদিও শাহরুখ খান কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই বয়কট ট্রেন্ডের ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ার সংকীর্ণতা আখেরে সিনেমার ক্ষতি করছে।
For all the latest entertainment News Click Here