আগে ইয়ো ইয়ো টেস্ট থাকলে অনেকে সুযোগ পেত না, কার দিকে ইঙ্গিত বীরুর
শুভব্রত মুখার্জি : বর্তমান ক্রিকেট বিশ্বে ফিটনেসের গুরুত্ব আলাদা। সবকটি দেশ আলাদা করে ফিটনেসের উপর জোর দিয়েছে। দল নির্বাচনের অন্যতম মাপকঠি হয়ে দাঁড়িয়েছে এই ফিটনেস। ফিল্ডিংয়ে রান বাঁচানো থেকে ভালো ক্যাচ ধরা সবকিছুই বর্তমান দিনে ম্যাচের প্রেক্ষাপটকে বদলে দিতে সক্ষম।সম্প্রতি মহিলা টি-২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ড্যান ভ্যান নিকার্ক ফিটনেস পরীক্ষায় ফেল করার কারণে দল থেকে বাদ পড়েছিলেন। বর্তমান দিনে বিশেষ করে বিসিসিআই ফিটনেসের লেভেল পরীক্ষা করার জন্য ইয়ো-ইয়ো টেস্টের ব্যবহার করে থাকে। প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটার বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন তাদের সময়ে দল নির্বাচন এই ইয়ো-ইয়ো টেস্টের ভিত্তিতে হলে অনেক কিংবদন্তি দলে জায়গাই পেতেন না!
আরও পড়ুন… IPL 2023: RR-এর মেন্টাল পারফরম্যান্স কোচ মন ব্রকম্যান, দলের দ্বৈত দায়িত্বে সাঙ্গাকারা
নিউজ১৮ ইন্ডিয়া আয়োজিত এক আলোচনা সভায় বীরেন্দ্র সেহওয়াগ জানিয়েছেন, ‘ভারতীয় দলে একটা ট্রেন্ড চালু হয়েছিল। যদি তুমি ইয়ো-ইয়ো টেস্টে পাশ না করতে পার তাহলে দলে জায়গা পাবে না। আর এই ট্রেন্ড যদি আমাদের সময়ে থাকত তাহলে ভারতীয় ক্রিকেটের অনেক কিংবদন্তি দলেই জায়গা পেতেন না। কারণ তাঁরা নির্ঘাত ইয়ো-ইয়ো টেস্ট পাশ করতে পারতেন না। আমাদের সময়ে ফোকাসটা ছিল একজন ক্রিকেটারের স্কিলের উপরে। যারা তাঁদের স্কিল দিয়ে জাতীয় দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখতে পারত, তারাই দলে সুযোগ পেয়েছিল। যদি ভালো দৌড়বিদ দরকার হয় তাহলে তাকে ক্রিকেট খেলা নয় ম্যারাথনে নামাও। তাঁর ক্রিকেট খেলার দরকার নেই বলেই আমি মনে করি।’
আরও পড়ুন… ভিডিয়ো- বাজপাখির মতো ক্যাচ নিয়ে নিজেই অবাক জেমিমা
বীরেন্দ্র সেহওয়াগ আরও জানিয়েছেন, ‘আমাদের সময়ে সবাই ওজন নিয়ে অনুশীলন বা জিম করত না। তাদের লক্ষ্য ছিল নিজেদের স্কিলকে আরও ঘষামাজা করে তাকে আরও উন্নত করা। সময় অনেকটাই বদলেছে। আমাদের সময়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবক্ষেত্রেই যত পার অনুশীলন কর, এই নীতিই ছিল আমাদের। শারীরিকভাবে সক্ষম থাকলে আমরা ভারোত্তোলন করতাম। তবে কোন সমস্যা থাকলে যেমন পিঠের ব্যথা, হাঁটুর ব্যথা তাহলে সবকিছু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে করা হত। তবে এখন এই ইয়ো ইয়ো টেস্ট, ডেক্সা এইসব কিছুই দল নির্বাচনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here