আগেরবারের থেকে আমূল পালটে গেল IPL-র নিয়ম! কোন দল কাদের বিরুদ্ধে ২ ম্যাচ খেলবে?
এবার পুরোপুরি পালটে গেল আইপিএলের খেলার নিয়ম। গতবার যে ফর্ম্যাটে খেলা হয়েছিল, সেটা পুরোপুরি পালটে গেল। এবারের আইপিএলের নয়া নিয়ম অনুযায়ী, মোট ১০ টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। যে গ্রুপে যে দল আছে, অপর গ্রুপের পাঁচটি দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে সেই দল। আর নিজের গ্রুপের চারটি দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রতিটি দল গ্রুপ পর্যায়ে ১৪ টি ম্যাচ খেলবে।
এবার আইপিএলে গ্রুপ ‘এ’-তে আছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টস। চেন্নাই সুপার কিংস, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটানস, পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ।
অর্থাৎ আইপিএলের নয়া নিয়ম অনুযায়ী, কেকেআর যেহেতু গ্রুপ ‘এ’-তে আছে, তাই নাইটরা চেন্নাই সুপার কিংস, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটানস, পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। আবার মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে কেকেআর। একইভাবে ব্যাঙ্গালোর, গুজরাট, পঞ্জাব এবং সানরাইজার্সের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবেন মহেন্দ্র সিং ধোনিরা। মুম্বই, কলকাতা, রাজস্থান, লখনউ ও দিল্লির বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবেন।
আরও পড়ুন: IPL 2023 Schedule – কবে থেকে IPL শুরু হবে? করা হল ঘোষণা, প্রথম ম্যাচেই ধোনি-হার্দিক দ্বৈরথ
আইপিএলের পুরো সূচি
আগামী ৩১ মার্চ থেকে আইপিএল শুরু হতে চলেছে। প্রথম ম্যাচে আমদাবাদে মুখোমুখি হবে গুজরাট এবং চেন্নাই। তারপর গ্রুপ লিগের ম্যাচে চলবে আগামী ২১ মে পর্যন্ত। ফাইনাল হবে আগামী ২৮ মে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে ফাইনাল। তবে প্লে-অফ (প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার) কোথায় হবে, তা এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়নি।
আইপিএলের বিভিন্ন দলের সূচি দেখে এখানে
- IPL 2023 matches in Kolkata: ইডেনে কবে কবে IPL-র ম্যাচ হবে? দেখে নিন দিনক্ষণ – KKR-কে দেখতে আগেই ছুটি নিন – ক্লিক করুন এখানে
- KKR IPL 2023 Fixture: পঞ্জাবের বিরুদ্ধে অভিযান শুরু, ঘরের মাঠে শুরুতেই প্রতিপক্ষ RCB, নাইট রাইডার্সের সূচি দেখে নিন – ক্লিক করুন এখানে
- RCB Full Fixtures in IPL 2023: ভারতের বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে IPL অভিযান শুরু RCB-র, কবে কবে নামবেন কোহলি? – ক্লিক করুন এখানে
- CSK Full Fixtures in IPL 2023: MI, KKR-র সঙ্গে জোড়া ম্যাচ, এবার IPL-এ ধোনির CSK-র পুরো সূচি দেখুন, কখন ম্যাচ? – ক্লিক করুন এখানে
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here