আগুনে পুড়ছে তুনিশা, সহ্য করতে না পেরে জ্ঞান হারাল মা, ছবি চোখে জল আনল নেটপাড়ার
শনিবারই সিরিয়ালের সেটে আত্মহত্যা করেন তুনিশা শর্মা।মঙ্গলবার মীরা রোডের শ্মশানে সম্পন্ন হল এই অভিনেত্রীর শেষকৃত্য। ফুলের মতো ফুটফুটে মেয়েটাকে এভাবে পুড়তে দেখে নিজেকে ধরে রাখতে পারছিলেন না মা বনিতা শর্মা। এক সময় জ্ঞান হারিয়ে পড়ে যেতেও দেখা যায় তাঁকে। চেয়ারে করে নিয়ে গিয়ে গাড়িতে তোলেন সেখানে উপস্থিত সকলে।
ভাইরাল হওয়া একাধিক ছবিতে দেখা যাচ্ছে শ্মশানে উপস্থিতরা ফ্যান দিয়ে হাওয়া করছেন বনিতাকে। এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। কিন্তু অবস্থা একইরকম। পরবর্তীতে কিছু মানুষ চেয়ারে করে বয়ে নিয়ে যায় এই হতভাগ্য মাকে।
কানওয়ার ঢিলোঁ, রিম শেখ, অশনুর কৌর, অবনীত কৌর, সিদ্ধার্থ নিগম, অভিষেক নিগম, শিভিন নারাং, বিশাল জেঠওয়া-র মতো তারকারা হাজির ছিলেন এদিন শেষকৃত্যে। তুনিশার সহ-অভিনেতা ও প্রাক্তন প্রেমিক শিজান খানের মা ও বোনও এসেছিলেন শেষ বিদায় জানাতে।
শনিবার আলিবাবা-দাস্তান-এ-কবুলের সেটে আত্মহত্যা করেন তুনিশা শনিবার। মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ১৫ দিন আগেই ব্রেকআপ হয়েছিল। যার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের কাছে শিজানের নামে অভিযোগ আনেন তুনিশার মা। মিডিয়াকেও জানান, ‘আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, পরে সম্পর্কে ভেঙেছে শিজান। এর আগেও একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল শিজানের। তাঁর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই তুনিশার সঙ্গে সম্পর্কে জড়ায়। তারপর তিন-চার মাস ধরে ওকে ব্যবহার করে। তারপর ব্রেকআপ করে নেয়। পুলিশের কাছেও আমার আর্জি শিজানকে যেন ছেড়ে না দেওয়া হয়।’
এরপরই পুলিশের তরফে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় শিজানকে রবিবার। আইপিসি-র ৩০৬ ধাায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। আদালতের নির্দেশে আপাতত পুলিশ কাস্টেডিতেই রয়েছেন এই অভিনেতা। পুলিশের কাছে জেরায় শিজান দাবি করেছেন, দিনকয়েক আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তুনিশা, তাঁদের ব্রেকআপ হয়ে যাওয়া পরপরই। তিনি এই নিয়ে তুনিশার মাকে সাবধানও করেছিলেন।
শিজান আরও জানিয়েছেন, শ্রদ্ধা হত্যা মামলা টিভিতে দেখার পর তিনি আঘাত পেয়েছিলেন। যেহেতু তাঁর আর তুনিশার ধর্ম আলাদা, বয়সেরও অনেক ফারাক তাই ঠিক করেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। এবং সেই কথাই জানান তুনিশাকে। তবে বিচ্ছেদের শোক সামলে উঠতে পারলেন না তুনিশা। নিজেকেই শেষ করে দিলেন। তাঁর চলে যায় শোকের ছায়া বিনোদন জগতে।
For all the latest entertainment News Click Here