আগুনে পারফরম্যান্স ২ বাঙালির, বিশ্বের ৪ নম্বর জুটিকে হারিয়ে উঠলেন ফাইনালে
শুভব্রত মুখার্জি: ডব্লুটিটি কনটেনডার প্রতিযোগিতায় বেশ ভালো ফর্মে রয়েছেন ভারতীয় প্যাডলাররা। লাগোসের পর তিউনিসেও ভালো পারফরম্যান্স করছেন ভারতীয় প্যাডলাররা। আর সেই ধারাকে ধরে রেখেই ভারতীয় মহিলা ডাবলস জুটি শনিবারেই পৌঁছে গেল ফাইনালে। জাপানের শিন যুবিন এবং জিওন জিহি জুটির বিরুদ্ধে সুতীর্থা মুখোপাধ্যায় এবং আহিকা মুখোপাধ্যায় জুটি এদিন কঠিন লড়াই করে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন।
ফাইনালে ওঠার পথে তারা হারান চার নম্বরে থাকা এবং টুর্নামেন্টের শীর্ষ বাছাই জাপানের জুটিকে। যে জুটি আবার বিশ্ব পর্যায়ে রুপো জিতেছে। স্বাভাবিকভাবেই সুতীর্থাদের এই পারফরম্যান্স চমক লাগিয়ে দিয়েছে বিশেষজ্ঞদের। তবে চলতি তিউনিস ডব্লুটিটি কনটেনডারে এটাই প্রথম নয় । এর আগেও সুতীর্থারা ক্রমতালিকায় তাদের থেকে অনেক এগিয়ে থাকা প্রতিযোগীদের হারিয়েছে। বিশ্ব ক্রমতালিকায় ২০ এবং ১৫ নম্বরে থাকা জুটিকে চলতি টুর্নামেন্টেই হারিয়েছেন তারা।
আর সেই আত্মবিশ্বাসে ভর করেই সেমিফাইনালে ঘটিয়ে ফেললেন সবথেকে বড় অঘটন। এদিন জাপানের জুটিকে ৩-২ ফলে হারালেন তারা। খেলার ফল সুতীর্থাদের পক্ষে ৭-১২, ১১-৯, ১১-৯,৭-১১, ১১-৯। শিন যুবিন এবং জিওন জিহি জুটির বিরুদ্ধে রীতিমতো ঘাম ঝরিয়ে জিততে হল তাদের। ম্যাচে প্রথম গেম হেরে পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাস হারাননি তারা। এরপর পরপর দুটি গেম জিতে ম্যাচে কামব্যাক করেন সুতীর্থ এবং আহিকা। তবে চতুর্থ গেম জিতে ম্যাচে ২-২ গেমে সমতা ফেরায় শিন যুবিনরা।
পঞ্চম এবং শেষ গেমে জিতে ৩-২ ফলে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতীয় জুটি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পুরুষ সিঙ্গেলস বিভাগে ভারতের হরমিত দেশাই বিশ্ব ক্রমতালিকায় ১১ নম্বরে থাকা লিম জঙ্গহুনকে হারিয়ে চমক লাগিয়ে দেন। লাগোসে ব্রোঞ্জজয়ী হরমিতের তিউনিসে এই পারফরম্যান্সের কয়েকদিনের মধ্যেই দুর্দান্ত ফল করলেন ভারতীয় মহিলা প্যাডলাররা। সেই সঙ্গে সুতীর্থা-আহিকা জুটি কঠিন লড়াই করে পৌঁছে গেলেন মহিলা ডাবলসের ফাইনালে।
For all the latest Sports News Click Here