‘আগাম টাকা ফিরিয়ে দিই’, কেন ২ বছর বলিউড থেকে গায়েব ছিলেন? খোলসা করলেন অভিষেক
দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ২৩ বছর পার করে ফেলেছেন অভিষেক বচ্চন। অমিতাভ-পুত্রের ট্যাগ পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব না হলেও নিজের পরিচয় তৈরি করেছেন অভিনেতা। তারকা-সন্তান হওয়ার গুরু দায়িত্ব আজও নিজের কাঁধে বয়ে চলেছেন জুনিয়র বি। ‘পা’-এর উপদেশ সঙ্গে নিয়েই নিজের শর্তে প্রোজেক্ট বাছেন অভিষেক। সোশ্যাল মিডিয়াতে স্বল্প উপস্থিতিতেও বাজিমাত করেন হামেশা। ট্রোলারদের চুপ করানোর ক্ষেত্রে অভিষেকের জুড়ি মেলা ভার। মাঝেমধ্য়েই বাবা কিংবা সুন্দরী-সাক্সেফুল বউকে ঘিরে কটূক্তি শুনতে হয় অভিনেতাকে, মোক্ষম জবাব দিয়ে নিন্দকদের মুখ বন্ধ করান নায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক ব্যাখা করেছেন কেন ‘হাউসফুল ৩’-র পর আমচকা ছবির জগত থেকে গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। একাধিক ছবি থেকে সরে দাঁড়ান নায়ক। কী কারণ ছিল সেই সিদ্ধান্তের পিছনে?
ধুম ৩ ছবিতে ইন্সপেক্টর জয়ের চরিত্রে বাজিমাত করার পর ফারহা খানের ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘দ্য শউকিনস’, ‘অল ইজ ওয়েল’, ‘হাউসফুল ৩’-তে পরপর কমেডি চরিত্রে দেখা মিলেছিল অভিষেকের। প্রায় একই জঁর ছবিতে কাজ করে হাঁফিয়ে উঠেছিলেন অভিষেক। এরপর বলিউড থেকে এক বছরেরও বেশি সময় গায়েব ছিলেন নায়ক। ২০১৮ সালে অনুরাগ কশ্যপের ‘মনমর্জিয়া’ ছবির সঙ্গে কামব্যাক করেন অভিষেক।
নিজের এই বিরতি নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক জানান, ‘আমি খুব আত্মতুষ্টিতে ভুগছিলাম। ভালো কাজ পাচ্ছিলাম, টাকা ঘরে আসছিল, ছবি বক্স অফিসে সুপারহিট হচ্ছিল। কিন্তু মনে মনে জানতাম, নিজেকে চ্যালেঞ্জ জানাতে পারছি না’। এরপর নায়ক যোগ করেন, ‘কখনও এটা ভাবা উচিত নয়, আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটা ছবি করে ফেলব! লোকজন নিজের কষ্টার্জিত টাকা তোমার উপর বিনিয়োগ করছে, তাই এমনটা ভাবা উচিত নয়। তোমার উচিত ঘুমহীন রাত কাটানো। অভিনেতা হিসাবে এটাই তো তোমার উপহার, এই মূল্য চোকাতে হয়। কিন্তু যখন সেটা বন্ধ হয়ে যায়, সবটা সহজ হয়ে যায় তখন তুমি ক্রমাগত নীচে নামতে থাকো, সেই সময় আমি ওই পর্যায়ে ছিলাম। তাই ভাবলাম এবার থামতে হবে। তাই সেই সময় আমি যত ছবি সাইন করেছিলাম, সব ছবির সাইনিং অ্যামাউন্ট (অগ্রিম টাকা) ফিরিয়ে দিই। তাঁদের জানাই আমাকে একটু আত্ম-সমালোচনা করতে হবে। আমার সময় চাই, তারপর ফিরে এসে আমি সেই কাজে হাত দেওয়া শুরু করলাম, যেগুলো আমাকে রাতে ঘুমোতে দেয় না’।
অভিষেক অভিনীত শেষ ছবি‘দশভি’। জেলবন্দি রাজনৈতিক নেতা কেমনভাবে জেলারকে চ্যালেঞ্জ জানিয়ে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হবে, সেই কাহিনি উঠে এসেছে এই ছবি। অন্যদিকে গত বছরই প্রাইম ভিডিয়োয় মুক্তি পেয়েছে ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোস’-এর দ্বিতীয় সিজন। আপতত আর বাল্কির ‘ঘুমর’ নিয়ে ব্যস্ত নায়ক। এছাড়াও রেমো ডিসুজার পরিচালনায় একটি ছবির শ্যুটিং সেরেছেন অভিষেক। শীঘ্রই সুজিত সরকারের আগামী ছবির কাজে হাত দেবেন অভিষেক।
For all the latest entertainment News Click Here