আগামীর ভারত অধিনায়ক কে হতে পারেন? কোহলিকে বাদ দিয়ে তিন জনকে বাছলেন রোহিত শর্মা
রোহিত শর্মা পরবর্তী অধিনায়ক কে হবেন? তা নিয়ে নানা জল্পনা চলছে। কারণ এখনই তাঁর বয়স ৩৪ বছর। তিনি আর কতদিন খেলবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে রোহিত কিন্তু দেশের তিন জন পরবর্তী অধিনায়কের নাম বেছে ফেলেছেন। জানেন তাঁরা কারা?
বুধবার ভার্চুয়াল সাংবাদিকে দেশের তিন জন ভাবী অধিনায়কের নাম জানিয়েছেন রোহিত শর্মা। কেএল রাহুল, জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্তকে আগামীর নেতা হিসাবে দেখছেন রোহিত।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে লখনউে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘সবাইকে সবকিছু বলে বোঝানোর মতো দায়িত্বও আমার নয়। সকলে যথেষ্ট পরিণত। আমি ওদের গাইড করতে পারলেই খুশি। আমরাও সে ভাবেই পদে এসেছি। আমাদেরও কেউ না কেউ গ্রুম করেছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। সকলে এর মধ্যে দিয়ে যায়।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘বুমরাহ, রাহুল ও পন্তকে ভারতের সাফল্যের জন্য বড় দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে ওদের নেতা হিসাবেও নিজেদের দেখতে হবে। ওরা জানে, ওদের কাঁধে কোন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ওদের ওপর কোনও বাড়তি চাপ দিতে চাই না, কারণ ওরা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই ওরা খেলাটা উপভোগ করুক। নিজেদের দক্ষতার প্রয়োগ করুক।’
সাদা বলের পর এ বার প্রত্যাশিত ভাবে লাল বলের ক্রিকেটেও অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিতকে। গত সপ্তাহে নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা জানিয়ে দেন যে, এ বার থেকে টেস্টের নেতৃত্বভারও রোহিতের কাঁধে। জাতীয় নির্বাচক কমিটি রোহিতকে শুধু সব ফরম্যাটের নেতৃত্বভারই তুলে দেয়নি, তাঁর কাঁধে আগামীর নেতাদের গ্রুম করার দায়িত্বও তুলে দেওয়া হয়েছে।
For all the latest Sports News Click Here