আগামি মাসেই কলকাতা সফরে সলমন, ইস্টবেঙ্গল তাঁবুতে নাচবেন ভাইজান,টিকিটের মূল্য় কত?
লাগাতার প্রাণনাশের হুমকির জেরে নাজেহাল সলমন। কড়া নিরাপত্তার মাঝেই সারছেন ‘কিসি কা ভাই কিসি জান’-এর প্রচার। ইদে ভাইজানের ধামাকার অপেক্ষায় গোটা দেশ। এর মাঝেই সলমনের কলকাতার ভক্তদের জন্য এল সুখবর! অবশেষে ‘বনবাস’ শেষ, ১৪ বছর পর তিলোত্তমায় পা রাখলেন সলমন খান। হ্যাঁ, ‘দাবাং ট্যুর-রিলোডেড’ নিয়ে কলকাতায় আসছেন এই বলিউড সুপরাস্টার। আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল সেই তারিখ।
নতুন বছরের একদম গোড়ার দিকেই কলকাতায় আসার কথা ছিল সলমনের। কিন্তু ১৯শে জানুয়ারির সেই শো অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। অবশেষে জানা গেল শো-এর নতুন দিনক্ষণ। আগামী ১৩ই মে কলকাতায় পারফর্ম করবেন বলিউডের ভাইজান। তাঁর সঙ্গেই কলকাতার মঞ্চ কাঁপাবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডিজ, প্রভু দেবা, আয়ুশ শর্মা, গুরু রান্ধাওয়ারা। সেলেবদের তালিকা বেশ লম্বা!
সলমন খানের শো-এর ভেনু হিসাবে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে বেছে নেওয়া হয়েছে লাল-হলুদ শিবিরকে। হ্যাঁ, ময়দানের ইস্টবেঙ্গল ক্লাব গ্রাউন্ডেই পারফর্ম করবেন সলমন। সলমনের টিমের তরফে ইতিমধ্যেই লাল-হলুদ শিবিরের রেইকি সুসম্পন্ন, ক্লাবের ব্যবস্থাপনায় খুশি তাঁরা।
ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। সলমন খানকে স্বচক্ষে দেখতে মোটা টাকা খরচ করতে হবে ভক্তদের। টিকিটের সর্বোচ্চ মূল্য ২৫ হাজার টাকা! সবচেয়ে মজার ব্যাপার হল দর্শকদের জোন ভাগ করা হয়েছে সলমনের ছবির নামানুসারে। ২৫ হাজার টাকার খরচ করে ‘দাবাং জোন’-এ দু-জনের জন্য সোফা সিট বুক করতে পারেন আপনি। ৯৯৯ টাকা থেকে শুরু টিকিটের মূল্য, সেই জোনের নাম ‘ভাইজান জোন’। এইভাবেই ‘টাইগার’, ‘কিক’, ‘সুলতান’, ‘ওয়ান্টেড’ জোনে ভাগ করা হয়েছে বাকি দর্শকাসন।
নিজের ছবির প্রচারে ‘সিটি প্রোমশন’ করেন না সলমন খান! গত কয়েক বছর বার কয়েক সলমনের কলকাতায় আসবার কথা থাকলেও শেষমেশ তা ভেস্তে গিয়েছে। ২০০৯ সালে ‘ওয়ান্টেট’ ছবির প্রচারে কলকাতায় একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবার কথা ছিল সলমনের, মাঠে আসতেই সলমনকে ঘিরে ধরে পাবলিক। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তার কারণে হোটেলে ফিরে যেতে বাধ্য হন সলমন, বাতিল হয় ম্যাচ।
বর্তমানে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট সলমন। লাগাতার প্রাণনাশের হুমকির জেরে মহারাষ্ট্র সরকার ওয়াই প্লাস ক্যাটাগরিতে নিরাপত্তা দিচ্ছে সলমনকে। হুমকি মেল পাঠানো ধকড়রাম বিষ্ণোইকেও গ্রেফতারও করেছে পুলিশ। সলমনের নিরাপত্তা নিয়ে সবরকম বন্দোবস্ত শুরু করেছে কলকাতা পুলিশও। এখন শুধু কলকাতার বুকে ভাইজান ম্যাজিকের অপেক্ষা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup )
For all the latest entertainment News Click Here